সেপ্টেম্বরেই আসতে চলেছে অ্যাপলের নতুন আইফোন সিরিজ। শেষবার চলতি বছরের এপ্রিলে অ্যাপল লঞ্চ করেছিল তাদের বাজেট আইফোন, iPhone SE 2020. তারপর নতুন আইফোন অর্থাৎ iPhone 12 সিরিজ চলতি বছরের সেপ্টেম্বরেই এসে যেতে পারে বলে জানা যাচ্ছে। আরও জানা যাচ্ছে, নতুন iPhone 12 এর দাম আগের থেকে তুলনামূলক ভাবে কম হতে পারে। একই সাথে নতুন আইফোন সিরিজে অনেক নতুন ফিচার্স যুক্ত করতে পারে অ্যাপল।
iPhone 11 সিরিজের থেকে iPhone 12 সিরিজের ডিসপ্লে বেশি বড় হতে পারে বলে শোনা যাচ্ছে। এছাড়া নতুন সিরিজে অ্যাপল পুরনো সিরিজের তুলনায় বেশি কালার অপশন নিয়ে আসতে পারে। একইসাথে বড় ব্যাটারি, অত্যাধুনিক ক্যামেরা ফিচার্স সবই থাকতে চলেছে নতুন আইফোন সিরিজে। বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপলের iPhone 12 সিরিজের ক্যামেরায় উচ্চমান সম্পন্ন সেমকো ও সানি অপটিক্যাল লেন্স ব্যবহার করা হচ্ছে। নতুন লেন্সের কারণে ফোনের ক্যামেরা পারফরম্যান্স আরও উন্নত হবে এবং অটোফোকাস সুবিধা বাড়বে।
জানা যাচ্ছে, আইফোনের নতুন সিরিজে মোট চারটি ফোন আনতে পারে অ্যাপল। এগুলি হলো iPhone 12, iPhone 12 Max, iPhone 12 Pro, এবং iPhone 12 Max Pro. তবে সবচেয়ে গুঞ্জন শোনা যাচ্ছে, নতুন আইফোন সিরিজের দাম পুরনো সিরিজের তুলনায় বেশ কিছুটা কম হবে। এখন দেখার লঞ্চ হলে নতুন আইফোনের দাম কত রাখে এবং কি কি নতুন ফিচার্স দেয় অ্যাপল।