ভারতের বাজারে আসতে চলেছে Oneplus সংস্থার আরও একটি স্মার্টফোন। জানা গিয়েছে Oneplus Nord নামের এই ফোনটির দাম অন্যান্যগুলির তুলনায় বেশ কম। আগামী 21শে জুলাই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে এই ফোন। ইতিমধ্যেই, গত 15ই জুলাই থেকে Amazon এ শুরু হয়েছে প্রি-বুকিং। আসুন জেনে নেওয়া যাক ফোনটির বৈশিষ্ট্য সম্পর্কে –
ডিসপ্লেঃ 6.44 ইঞ্চি ফ্লুইড AMOLED স্ক্রিন। রিফ্রেশ রেট 90 Hz এবং অ্যাসপেক্ট রেশিও 20:9।
প্রসেসরঃ Qualcomm Snapdragon 765G SoC প্রসেসর।
অপারেটিং সিস্টেমঃ Android 10 based Oxygen।
ক্যামেরাঃ কোয়াড ক্যামেরা, যাতে প্রাইমারি সেন্সর f/1.75 অ্যাপারচার-সহ 48MP Sony IMX586 সেন্সর + 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল + 5MP ডেপ্থ সেন্সর + 2MP ম্যাক্রো লেন্স। এছাড়া সামনে f/2.45 অ্যাপারচার-সহ 32 MP প্রাইমারি ক্যামেরা + 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
র্যামঃ 8 জিবি / 12 জিবি।
স্টোরেজঃ 128 জিবি ও 256 জিবি।
ব্যাটারিঃ 4,115mAh, 30W অবধি ফাস্ট চার্জিং সাপোর্টেড।
সাথে সিকিওরিটির জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। মূলত ব্লু মার্বেল, গ্রে অনিক্স এবং গ্রে অ্যাশ রঙে উপলব্ধ ফোনটির দাম 30 হাজারের মধ্যেই। তবে, উল্লেখযোগ্য ব্যাপার হল Amazon থেকে এই ফোনটি মাত্র 499 টাকায় প্রি-অর্ডার করা যাবে। এছাড়াও সংশ্লিষ্ট সংস্থার তরফে আরও জানানো হয়েছে OnePlus Nord বুকিং করলেই পাওয়া যাবে 5000 টাকার গিফট ভাউচার।