নবান্নে মমতার হয়ে ব্যাট ধরলেন আরজেডি প্রধান তেজস্বী যাদব, বিজেপিকে একসাথে আটকানোর আহ্বান জানালেন
সোমবার বিকেলে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করলেন তেজস্বী যাদব
গোটা দেশজুড়ে গেরুয়া শিবিরের প্রসার লাফিয়ে বাড়ছে। তাই বিরোধীপক্ষের কাছে এখন মূল লক্ষ্য বিজেপিকে প্রতিহত করে দেশের সভ্যতাকে বাঁচানো। এবার বিধানসভা নির্বাচনে মমতার প্রধান প্রতিপক্ষ বিজেপি। এবারের নির্বাচনে ঘাসফুল শিবির ও গেরুয়া শিবিরের লড়াই যে বেশ তাৎপর্যপূর্ণ হবে তা বলা বাহুল্য। এবার নির্বাচনের ঠিক প্রাক্কালে মমতাদিকে পূর্ণ সমর্থন জানাতে কলকাতায় এসে পৌঁছেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। আজ অর্থাৎ সোমবার বিকেলে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়েছেন তেজস্বী যাদব।
তেজস্বী যাদব আজ নবান্নের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে বলেছেন, “বিজেপি বিরোধী লড়াইয়ে যেভাবে চান তৃণমূলের পাশে সেভাবেই থাকবো। পূর্ণশক্তি দিয়ে সমর্থন করবো। কারন আমাদের সবার মূল লক্ষ্য হলো যে বিজেপিকে রুখে দেওয়া। সভ্যতা বাঁচাতে বিজেপিকে হারাতে হবে। তৃণমূলের লড়াই এখন আমাদের লড়াই।” এছাড়াও তিনি এদিন তৃণমূলের ধর্মনিরপেক্ষতাকে আদর্শ বলে প্রশংসা করেছেন তিনি। অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তেজস্বীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছে।
দীর্ঘদিন ধরে তৃণমূলের প্রতি আরজেডি সমর্থন করবে তা প্রত্যাশিত ছিল। কারণ রবিবার কলকাতায় পা রেখেই আরজেডি প্রধান তেজস্বী যাদব ধর্মনিরপেক্ষতার পক্ষে সওয়াল করেছিল। তখন থেকেই বোঝা যাচ্ছিল বাংলা বিধানসভা নির্বাচনে তৃণমূলের পাশে থাকবে লালুপ্রসাদের দল। এমনকি গুঞ্জন উঠেছিল হিন্দিভাষী এলাকায় কয়েকটি কেন্দ্র আরজেডিকে ছেড়ে দেবে তৃণমূল। এক্ষেত্রে তেজস্বী বক্তব্য, “বাংলায় অনেক বিহারী থাকে। আপনাদের সকলের কাছে আমার আহ্বান সকলে মমতাদির পাশে থাকুন এবং তার হাত শক্ত করে ধরুন।”