কৌশিক পোল্ল্যে: বলিউডে সেরা হবার দৌড়ে সর্বদাই টিকে থাকতে পারাটা একেবারেই সহজ নয়। অনেকেই বছরের পর বছর হিট ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে পাকা জায়গা করে নেন, আবার অনেকে হাতে গোনা কিছু সিনেমা করার পর বলিপাড়া থেকে অদৃশ্য হয়ে যান। হিন্দী সিনেমায় সেরা হবার লক্ষ্যে সদ্য পা রাখা কিছু অভিনেত্রীর কথা আজ জেনে নেওয়া যাক।
১.সারা আলি খান: নবাবকন্যা সারা আলি এখন বলিউডের একটি পরিচিত নাম। মাত্র দুটি সিনেমা ‘কেদারনাথ’ ও ‘সিম্বা’ এ প্রশংসিত হয়েছে সারার অভিনয়। এবছরের ফিল্মফেয়ার বেস্ট ডেবিউ ফিমেলের অ্যাওয়ার্ডটিও গেছে তারই ঝুলিতে। সারা এখন ব্যস্ত তার পরবর্তী ছবি ‘লাভ আজকাল ২’ এর শ্যুটিংয়ে।
২.জাহ্নবী কাপুর: ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছে শ্রীদেবীকন্যা জাহ্নবীর। এরইমধ্যে করন জোহরের সঙ্গে একটি সিনেমা করার কথাও হয়ে গিয়েছে। পরবর্তী ‘দোস্তানা ২’ ছবিতে দেখা যাবে জাহ্নবীকে।
৩. অনন্যা পান্ডে: চাঙ্কির পান্ডের কন্যা অনন্যা বলিউডে ‘স্টুডেন্ড অফ দি ইয়ার ২’ ছবিতে আত্মপ্রকাশ করেন। দর্শকমহলে বেশ প্রশংসিতও হয়েছে তার অভিনয়। ইতিমধ্যেই কার্তিক আরিয়ান ও ভূমি পেডনেকরের সঙ্গে সেরেছেন আরও একটি ছবি ‘পতি পতনী অর উয়ো’।
আরও পড়ুন : বিরাটের পর এবার নুসরত, গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন নুসরত
৪.তারা সুতারিয়া: ‘স্টুডেন্ট অফ দি ইয়ার ২’ এবং ‘মারজাঁওয়া’ দুটি ছবিই বক্সঅফিসে বেশ সফল। আরও বেশ কিছু ছবির কথা চলছে জানিয়েছেন তারা নিজেই।
৫: নুপূর শ্যানন: অভিনেত্রী ক্রিতি শ্যাননের বোন নুপূর মাত্র একটি মিউজিক ভিডিওর মাধ্যমেই বেশ সাড়া জাগিয়েছেন দর্শকদের মনে। অক্ষয় কুমারের বিপরীতে বেশ সাবলীল নুপূর, তাই আশা করাই যায় এবার ছবির জগতেও তাকে দেখা যাবে।
৬: মানুষী চিল্লার: বিশ্বসুন্দরী মানুষী একজন মেডিকেল স্টুডেন্ট, তার পাশাপাশি এখন বলিউডেও কাজ করতে শুরু করেছেন তিনি। দিওয়ালি 2020 তে অক্ষয়ের বিপরীতে পৃথ্বীরাজ চৌহানের জীবনীর উপর তৈরি বায়োপিকের মূখ্য একটি চরিত্রে তাকে দেখা যাবে।