পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচন নিয়ে প্রস্তুতি তুঙ্গে বিজেপির। তিন কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে দু জায়গার প্রার্থী চূড়ান্ত করে ফেলল গেরুয়া শিবির। শাসকদল তৃণমূল এখনও এ বিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারলেও প্রার্থী বাছাই করে প্রথম রাউন্ডে কয়েক কদম এগিয়ে গেলো বিজেপি এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
সূত্রের খবর, খড়গপুর সদর কেন্দ্রের প্রার্থী হিসেবে শহর সভাপতি প্রেমচাঁদ ঝাঁ এবং করিমপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের নাম চূড়ান্ত। এখন শুধু অপেক্ষা কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের। যদিও এ বিষয়ে জয়প্রকাশ মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই।
তিনি এও জানান, বিজেপি যেহেতু সর্বভারতীয় দল তাই প্রার্থী কেন্দ্রীয় কমিটি ঠিক করবে। আর প্রার্থী ঠিক হলে তা ঘোষণা করা হবে বলেও জানান তিনি। সূত্রের খবর, ভাইফোঁটার পরপরই নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করবে বিজেপি। যদিও কালিয়াগঞ্জ নিয়ে এখনও কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেনি গেরুয়া শিবির। প্রসঙ্গত, আগামী ২৫ শে নভেম্বর খড়গপুর সদর, করিমপুর ও কালিয়াগঞ্জ এই তিন কেন্দ্রে উপনির্বাচন দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।