টেক বার্তা

একসাথে ভারতে বাজারে আসছে এই কোম্পানির দুটি নতুন বাইক, টেক্কা দেবে জনপ্রিয় KTM এবং R15 এর সঙ্গে

এই নতুন বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন অল এলইডি লাইটিং সিস্টেম এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার

Advertisement

কিছুদিন আগেই ভারতের অন্যতম জনপ্রিয় বাইক কোম্পানি Keeway india লঞ্চ করেছিল তাদের V302C আরবান ক্রুজার মোটরসাইকেল। এই বাইকটি লঞ্চ করার পর এবারে ভারতীয় বাজারে দুটি নতুন ৩০০ সিসি স্পোর্টস বাইক লঞ্চ করার পরিকল্পনা ইতিমধ্যেই নিয়ে ফেলেছে KEEWAY কোম্পানিটি। এই দুটি নতুন বাইকের নাম হবে KEEWAY 300N নেকেড এবং K300 R ফুল ফেয়ার্ড। এদের মধ্যে প্রথম বাইকটির দাম মোটামুটি ২.৬৫ লক্ষ টাকা থেকে ২.৮৫ লক্ষ টাকার মধ্যে হতে পারে এবং দ্বিতীয় বাইকটির দাম শুরু হতে পারে ৩ লক্ষ টাকা থেকে। এই দুটি বাইকেই আপনারা দেখতে পাবেন অত্যন্ত আগ্রাসী স্টাইলিং, তার সাথেই অত্যাধুনিক কিছু ফিচার। KEEWAY K300N নেকেড বাইকটি দেখতে একেবারেই মডার্ন। অন্যদিকে, K300 R বাইকটি একেবারে ফুল ফেয়ার্ড এবং পাশাপাশি এই বাইকে আপনারা পাবেন ক্লিপ অন হ্যান্ডেলবার।

এই নতুন মোটরসাইকেলে আপনারা পেয়ে যাবেন আন্ডারস্লাং এগজস্ট, অল এলইডি লাইটিং সিস্টেম এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। এই বাইকে তিনটি কালার অপশন থাকছে। এই বাইকটিকে কোম্পানি কালো, লাল এবং সাদা রঙে পেশ করতে চলেছে। K300 N নেকেড বাইকের স্টাইলিং অনেকটা CF MOTO 300NK বাইকের মত। কিছুদিন আগে পর্যন্ত এই বাইকটি ভারতের বাজারে অত্যন্ত জনপ্রিয় ছিল। অন্যদিকে, K300 R বাইকের ডিজাইন অন্তরাষ্ট্রীয় বাজারে এর আগে বিক্রি হওয়া CF MOTO 300SR বাইকের মত।

নতুন দুটি বাইকে আপনারা পেয়ে যাবেন ২৯২.৪ সিসি ক্ষমতা বিশিষ্ট লিকুইড কুল, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৮৭৫০ আরপিএম গতিতে ২৭.৫ বিএইচপি পাওয়ার তৈরি করতে পারে এবং ৭০০০ আরপিএম গতিতে ২৫ নিউটন মিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিনে স্লিপার ক্লাচ থাকতে চলেছে এবং তার সাথেই রয়েছে ৬ স্পিড গিয়ার বক্স। স্টিল ট্রেলিস ফ্রেমের ওপর এই নতুন মোটরসাইকেল তৈরি এবং এই বাইকে ৩৭ মিলিমিটার ইউএসডি ফ্রন্ট ফোকর্স দেওয়া হয়েছে। এছাড়াও আপনারা এই বাইকে পিছন দিকে মনোশক ডিজাইন পেয়ে যাবেন।

ব্রেকিংয়ের দিকে বলতে গেলে এই বাইকে আপনারা পাচ্ছেন ৪ পিস্টন ক্যালিপার, ২৯২ মিলিমিটার ফ্রন্ট ডিস্ক এবং সিঙ্গেল পিস্টন ক্যালিপার, ২২০ মিমি রিয়ার ডিস্ক। এছাড়াও ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম দেওয়া হয়েছে এই বাইকে। স্ট্যান্ডার্ড রূপ হিসেবে এই এবিএস সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই মোটরসাইকেলের সামনে এবং পিছনে দুই দিকে যথাক্রমে ১১০/৭০ এবং ১৪০/৬০ সেকশন টায়ার দেওয়া হয়েছে। এছাড়াও এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন ১৭ ইঞ্চি অ্যালয় হুইল। তার সাথেই থাকছে ১২ লিটারের ফুয়েল ট্যাংক।

Related Articles

Back to top button