Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

MS Dhoni: ছোট্ট ভক্তের সাথে ধোনির খুনসুটির ভিডিও ভাইরাল ইন্টারনেটে, দেখলে হৃদয় ছুঁয়ে যাবে

Updated :  Saturday, July 1, 2023 7:32 PM

এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, মহেন্দ্র সিং ধোনি সর্বকালের সেরা উইকেট রক্ষকদের মধ্যে একজন। শুধু তাই নয়, সর্বকালের সেরা ফিনিশারদের তালিকার শীর্ষস্থানে তাকে রাখা হয়েছে বারবার। তিনিই পৃথিবীর একমাত্র অধিনায়ক, যার নেতৃত্বে বিশ্ব ক্রিকেট নিয়মক সংস্থা কর্তৃক আয়োজিত সমস্ত প্রকার টুর্নামেন্ট জিতেছে একটি দল। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও সোশ্যাল মিডিয়ায় তার পদচারণা কমেনি একটুও।

২০২৩ আইপিএলে তার নেতৃত্বে পঞ্চম বারের জন্য শিরোপা ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস। ফলে স্বাভাবিকভাবেই তার নাম সংবাদ শিরোনামে থাকা স্বাভাবিক। তবে বর্তমানে মহেন্দ্র সিং ধোনি সংবাদ শিরোনামে রয়েছেন সম্পূর্ণ ভিন্ন কারণে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এক ক্ষুদে ভক্তর সাথে মহেন্দ্র সিং ধোনির খুনসুটির ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। যেখানে ক্ষুদে ভক্তর প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঠাট্টা করতে দেখা গেছে মাহিকে।

যদিও ভিডিওটি বেশ পুরনো। কারণ চেন্নাই সুপার কিংসের জার্সি পড়ে মহেন্দ্র সিং ধোনির পাশে সুরেশ রায়নাকে বসে থাকতে দেখা গেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই ছোট্ট ক্রিকেট ভক্ত মহেন্দ্র সিং ধোনির উদ্দেশ্যে কঠিন প্রশ্ন ছুড়ে দিচ্ছে। আর ভারতের সর্বকালের সেরা অধিনায়ক সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন স্বাভাবিকভাবে। মাইক হাতে পেয়েই ছোট্ট ওই ভক্ত মহেন্দ্র সিং ধোনির উদ্দেশ্যে প্রশ্ন করে বসে, কেন তিনি সবসময় উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকেন? কেন তিনি কোন সময় বল করেন না?

এই প্রশ্নের উত্তরে মহেন্দ্র সিং ধোনি হাস্যকর ভঙ্গিতে বলেন,’ফুটবল খেলায় যেমন গোলরক্ষক সবার নজরে থাকেন ঠিক তেমনটা থাকার জন্য উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকি আমি। তাছাড়া সব সময় প্যাড, হেলমেট, হ্যান্ড-গ্লাভস পরিহিত অবস্থায় থাকলে নিজেকে ক্রিকেটার বলেই মনে হয়। যেটা বাকি ফিল্ডারদের দেখলে মনে হয় না।’

মহেন্দ্র সিং ধোনির এমন উত্তরে আসরে উপস্থিত সমস্ত মানুষকে হেসে গড়িয়ে পড়তে দেখা যায়। আমরা আপনাদের জানিয়ে রাখি, হাঁটুতে চোটের কারণে বেশ কয়েকদিন আগে মহেন্দ্র সিং ধোনির পায়ে অস্ত্রপাচার করা হয়েছে। বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন মাহি। তবে একাধিক মাধ্যমে দাবি করা হচ্ছে, ২০২৪ আইপিএলে আবারও দলে প্রত্যাবর্তন করতে পারেন তিনি।