এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার বৃদ্ধি করল সরকার, এখন এত বেশি রিটার্ন পাবেন বিনিয়োগকারীরা

আজকাল ভারতে বেশ নতুন নতুন সরকারি প্রকল্প শুরু হয়েছে যার সুবিধা আপনি গ্রহণ করতে পারেন। এই ডিসেম্বর কোয়াটারের জন্য পাঁচ বছরের রেকারিং ডিপোজিট স্কিমের সুদের হার ৬.৫ শতাংশ থেকে ৬.৭…

Avatar

আজকাল ভারতে বেশ নতুন নতুন সরকারি প্রকল্প শুরু হয়েছে যার সুবিধা আপনি গ্রহণ করতে পারেন। এই ডিসেম্বর কোয়াটারের জন্য পাঁচ বছরের রেকারিং ডিপোজিট স্কিমের সুদের হার ৬.৫ শতাংশ থেকে ৬.৭ শতাংশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। গত শুক্রবার মোদি সরকার এই ঘোষণা করেছে। তবে অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিদ্যমান সুদের হারে তেমন কোন পরিবর্তন আনা হয়নি। একটি নতুন সার্কুলার অনুসারে বর্তমানে স্মল সেভিংস একাউন্টে আপনি বার্ষিক ৪ শতাংশ হারে সুদ পেয়ে যাচ্ছেন। তবে এই সুদের হারে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি।

পিপিএফ একাউন্টের সুদের হার

রিপোর্ট অনুযায়ী পিপিএফ একাউন্ট সহ অন্যান্য সমস্ত ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হারে কোনরকম পরিবর্তন এখনো পর্যন্ত আনা হয়নি। চলতি সপ্তাহের শুক্রবার এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে অর্থ দপ্তর। এই সার্কুলারে বলা হয়েছে এক বছরের জমার উপরে ৬.৯% হারে সুদ দেওয়া হবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড একাউন্টে। অন্যদিকে দুই বছর এবং তিন বছরের আমানতের ক্ষেত্রে সুদের হার হবে ৭%। এছাড়াও পাঁচ বছরের জন্য বিনিয়োগের ক্ষেত্রে ৭.৫% হারে সুদ আপনি পেয়ে যাবেন।

অন্যান্য অ্যাকাউন্টে সুদের হার কিরকম?

কন্যাদের জন্য জনপ্রিয় সুকন্যা সমৃদ্ধি যোজনায় এখন আপনি ৮ শতাংশ হারে সুদ পেয়ে যাচ্ছেন। এছাড়াও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনি পাচ্ছেন সব থেকে বেশি সুদ। এই প্রকল্পে আপনি ৮.২% হারে সুদ পেয়ে যাচ্ছেন। অন্যদিকে, মান্থলি ইনভেস্ট স্কিম প্রকল্পে আপনি এখন ৭.৪ শতাংশ হারে সুদ পাচ্ছেন। কিষান বিকাশ পত্র একাউন্টে সুদের হার এই মুহূর্তে ৭.৫ শতাংশ। ফলে সব মিলিয়ে সরকারের এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি আজকের দিনে বেশ লাভজনক হয়ে উঠেছে।