Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রথম একাদশে না থেকেও ম্যাচে খেলার সুযোগ পেলেন এই ভারতীয় ক্রিকেটার

Updated :  Tuesday, October 22, 2019 8:24 AM

টেস্ট ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার দুর্ভাগ্যবশত চোট পেয়েগেলে এখন আর দলকে একজন কম ব্যাটসম্যান/বোলার এ খেলতে হয় না।

সর্বোচ্চ ক্রিকেট সংস্থা আই সি সি এর অগাষ্ট ২০১৯ এ কার্যকর হওয়া নতুন নিয়মে বলা রয়েছে “কোনো ক্রিকেটার দুর্ভাগ্যবশত চোট পেলে সেই দল সম মানের অন্য ক্রিকেটার খেলাতে পারে”। এক্ষেত্রে আই সি সি এর সম্মতি নেওয়া প্রয়োজন।

চলতি ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজে উমেশ যাদব এর বলে ডিন এলগার চোট পাওয়ায় টেনিস দি ব্রুন তৃতীয় পরিবর্ত খেলোয়াড় হিসেবে খেলেন। অপর দিকে আশ্বিন এর বলে বুড়ো আঙ্গুলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ঋদ্ধিমান সাহাকে। আর তার পরিবর্তে মাঠে নামে ঋষভ পান্থ।

প্রথম পরিবর্ত খেলোয়াড় হলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এর পরিবর্তে মারনুস লাবুশান এবং দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্র্যাভোর পরিবর্তে জারমিন ব্ল্যাকউড।