মোবাইল নম্বর নিয়ে বড়সড় পরিবর্তন করতে চলেছে TRAI। শুক্রবার ভারতের টেলিকম নিয়ামক সংস্থা জানিয়েছে যে, মোবাইল ব্যবস্থায় নম্বরের জোগান এবং নিরাপত্তার জন্য ১০ ডিজিটের পরিবর্তে ১১ ডিজিট করা হবে।
তাদের মতে মোবাইল ও ল্যান্ড ফোনের যে বিপুল চাহিদা, সেইদিকে খেয়াল রেখে সরকারের উচিত নম্বর সিস্টেমে এই পরিবর্তন করা। পুরনো নম্বরগুলিতে একটি করে শূন্য যোগ বা নতুন নম্বরগুলি অন্য কোনো সংখ্যা থেকে শুরু করে ১১ ডিজিটের নম্বর তৈরি করার পরামর্শ দিয়েছেন তারা।
অন্যদিকে ল্যান্ড ফোনের থেকে মোবাইলে ফোন করার বিষয়ে পুরনো নিয়ম অর্থাৎ শূন্য বসিয়েই করতে হবে। যদিও ১০ সংখ্যার মোবাইল নম্বর আগের মতোই চালু থাকবে তবে সমস্ত সংস্থাকে ধীরে ধীরে এই নতুন নিয়ম মানতে হবে।
উল্লেখযোগ্য, প্রতিদিন বিরাট সংখ্যায় মানুষ মোবাইল ফোনের গ্রাহক হওয়ার কারণে প্রায় ১৭ বছর পর ন্যাশনাল নাম্বারিং প্ল্যান ফুরিয়ে এসেছে। এখন যদি ১১ সংখ্যার মোবাইল নম্বর চালু হয় তবে ভারতের পক্ষে ১০ বিলিয়ন নতুন নম্বর কাজে লাগানো সম্ভব হবে। শুধু তাই নয়, যে মোবাইল নম্বরগুলি ডঙ্গলে ব্যবহার করা হবে সেগুলিকে ১৩ ডিজিট করার কথা বলা হয়েছে TRAI এর তরফ থেকে।