Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাদক নিতেন নবাব কন্যা? সারা কে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি তুঙ্গে এনসিবি-র

Updated :  Monday, September 14, 2020 1:04 PM

বলিউডের ৮০ শতাংশ অভিনেতা মাদক সেবন করেন বলে জানান রিয়া চক্রবর্তী। না এই কথা যে শুধু রিয়াই বলেছেন তা নয়, কঙ্গনা রানাউতও তীব্রভাবে একই কথা জানিয়ে ছিলেন। কঙ্গনা রানাউত বরং আঙ্গুল দিয়ে ডিরেক্ট ইশারা পর্যন্ত করেছিলেন।

মাদক নিতেন নবাব কন্যা? সারা কে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি তুঙ্গে এনসিবি-র

কিন্তু রিয়াকে জেরা করার সময় অভিনেত্রী ২৫ জনের নামের লিস্ট এনসিবি-র হাতে তুলে দেয় যাদের মধ্যে ৫ জনের নাম প্রকাশ্যে আসে তাঁরা হলেন সারা আলি খান, পরিচালক মুকেশ ছাবড়া, অভিনেত্রী রকুলপ্রীত সিং,সুশান্তের বন্ধু রোহিনী আইয়া্‌র, এবং ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাট্টা।

মাদক নিতেন নবাব কন্যা? সারা কে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি তুঙ্গে এনসিবি-র

এখনও পর্যন্ত সারা আলি খানের তরফ থেকে ও পতৌদি পরিবারের তরফ থেকে কোন টু শব্দ আসেনি। মাদক যোগে সারা আলি খানের নাম আসাতে বেশ শোরগোল পরে যায় বলি মহলে ও সারার ফ্যানেদের মধ্যে। ইতিমধ্যে অনেকে সারার মিম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন। সময় যত এগোচ্ছে জল ততই ঘোলা হচ্ছে। সূত্রের খবর, সারা আলি খানকে খুব শীঘ্র এনসিবি জিজ্ঞাসাবাদ করবে। তবে তার আগে সারার জন্য সমন রেডি করছে এনসিবি-র আধিকারিকরা।

মাদক নিতেন নবাব কন্যা? সারা কে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি তুঙ্গে এনসিবি-র