Maruti Suzuki Alto 800-এর নতুন অবতার হুঁশ উড়িয়ে দেবে, কম দামে বেশি মাইলেজ, দেখুন গাড়ির লুক
এই নতুন গাড়িতে আপনারা পেয়ে যাবেন এমন কিছু ফিচার যেগুলি হয়তো অনেক দামি দামি গাড়িতে পাওয়া যায়
Maruti suzuki এই মুহূর্তে হয়ে উঠেছে ভারতের সবথেকে বড় গাড়ি নির্মাতা কোম্পানি। মারুতি সুজুকির এই সমস্ত গাড়িগুলি সব সময় গ্রাহকদের কাছে বেশ আকর্ষণের কারণ হয়ে দাঁড়ায়। বিক্রির দিক থেকে দেখতে গেলেও মারুতি সুজুকি এই মুহূর্তে এক নম্বরে রয়েছে। সকলের কাছে এই গাড়ি অত্যন্ত পছন্দের। এই কোম্পানির প্রত্যেকটি গাড়ি ভারতে ব্যাপক বিক্রি হয় এবং এই সমস্ত গাড়ি দারুন মাইলেজ দিতে পারে। মাইলেজ এর পাশাপাশি এই গাড়ির দাম ও তুলনামূলকভাবে অন্যান্য গাড়ি থেকে অনেকটা কম হয়। তার পাশাপাশি সাসপেনশন এবং সেফটির দিক থেকেও মারুতি সুজুকির গাড়ি বেশ ভালো। আর মারুতি সুজুকি গাড়ির সবথেকে বড় কথা, এই গাড়ির মেইনটেনেন্স চার্জ অত্যন্ত কম। এই কারণে ভারতের সকলের কাছেই maruti suzuki গাড়ি অত্যন্ত আকর্ষণীয়।
এই কোম্পানির সমস্ত গাড়ির ব্যাপারে কথা বলতে গেলে, এই মুহূর্তে মারুতি সুজুকি Alto 800 অত্যন্ত জনপ্রিয় একটি গাড়ি হয়ে উঠেছে ভারতীয় মার্কেটে। এই কোম্পানির সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়ির মধ্যে এটি রয়েছে এক নম্বরে। সকলেই এই গাড়ি অত্যন্ত পছন্দ করেন এবং এটি এই কোম্পানির সব থেকে বেশি বিক্রি হওয়া মডেল। বলতে গেলে এটি মারুতি সুজুকি কোম্পানির বেস্ট সেলিং কার। আসলে নিজের সস্তা দাম এবং দারুন মাইলেজ এর জন্যই alto এতটা জনপ্রিয়। তবে সম্প্রতি একটি মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, খুব শীঘ্রই alto গাড়ির একটি নতুন ভেরিয়েন্ট লঞ্চ করতে চলেছে maruti suzuki। Maruti suzuki alto 800 এর এই নতুন মডেলে আপনারা আরো বেশি মাইলেজ পেয়ে যাবেন। চলুন এই গাড়ির ব্যাপারে আরেকটু বেশি জেনে নেওয়া যাক।
Maruti suzuki alto 800 গাড়ির এই নতুন ভেরিয়েন্ট লেটেস্ট জেনারেশন সুজুকি হার্ট্রেক্ত প্ল্যাটফর্মের উপর ডিজাইন করা হয়েছে। এই প্লাটফর্মের উপর তৈরি গাড়ি দারুন মাইলেজ দিতে পারে এবং নতুন মারুতি অল্টো গাড়িটি এই প্লাটফর্মের মাধ্যমে আরো বেশি উন্নত হয়ে উঠেছে। এই নতুন গাড়ির ডিজাইন তৈরি হয়েছে Maruti Suzuki S-Presso গাড়ির ডিজাইনের অনুকরণে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ড্যাশবোর্ড এবং আরো কিছু অত্যাধুনিক ফিচার। এই গাড়ির ফিচার অনেকটা বদলেছে। এখানে আপনারা টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম পেয়ে যাবেন। এছাড়াও থাকবে সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং আরো কিছু অত্যাধুনিক ফিচার।
তবে মনে করা হচ্ছে অত্যাধুনিক কিছু ফিচার থাকার কারণে maruti suzuki alto 800 এর নতুন ভেরিয়ান্ট অনেকটাই বেশি দামি হবে। এই মুহূর্তে maruti suzuki alto 800 এর বেসিক মডেলের দাম ৩.১৫ লক্ষ টাকা থেকে শুরু হয় এবং টপ মডেলের দাম এই মুহূর্তে ৪.৮২ লক্ষ টাকা।