টলিউডের স্ট্রেট ফরওয়ার্ড অভিনেত্রী সায়নী ঘোষ। ইনি আর এখন টলিউড অভিনেত্রী নন এর পাশাপাশি তিনি এখন যুব তৃণমূল সভানেত্রী। এখন অভিনেত্রী একদিকে অভিনয়ের কাজ পাশাপাশি দলের গুরুদায়িত্ব সায়নীর কাঁধে। গত মার্চ মাসে সরাসরি শাসক দলে নাম লেখান। বিধানসভা নির্বাচনে আসানসোল থেকে ভোটে দাঁড়ান। ভোটে জিততে না পরালেও, জনপ্রিয়তা কমেনি।
বরং দিন যত যাচ্ছে বেড়েই চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ হিসেবে এখন পরিচিত অভিনেত্রী ও তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। আপাতত দেশের যুব সমাজকে ‘সবুজ’-এ আকৃষ্ট করাই তাঁর প্রধান উদ্দেশ্য। তবে সেসবের মাঝেই হঠাৎ করে সায়নীর একটি পুরোনো ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে সিগারেট হাতে নিয়ে টলিউডের অন্য এক সহ অভিনেত্রীর সাথে ক্যামেরাতে পোজ দিয়েছেন। আর এই ছবি প্রকাশ্যে আসতেই নানাননোংরা কুরুচিকর মন্তব্যে ভরে যায়।
তবে সায়নী চুপ করে থাকার পাত্রী নন। তিনি এই বিষয় নিয়ে প্রকাশ্যেই প্রতিবাদ করলেন। শুধু কি প্রতিবাদ বরং এই ছবি ভাইরাল হওয়ার জন্য তিনি পালটা দোষ দিলেন বিজেপি-র আইটি সেলকে। এবং সামনের লোকসভা ভোট নিয়ে সতর্কও করলেন জনগণকে নিজের মতো করে। সায়নী প্রথমেই লেখেন, অভিনেতা-অভিনেত্রীদের এরকম বহু ছবি গুগল সার্চ করলেই পাওয়া যায়। এটার পরেও আরও অনেক ছবি সামনে আসবে। কিন্তু তিনি জানেন, সহকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের কাছে যে ভালোবাসা তিনি পান তা অত্যন্ত আন্তরিক ও স্বতঃস্ফূর্ত।
এরপর তিনি এই পোস্টেই বারংবার ‘মালব্য’ কথাটা ব্যবহার করেছেন। তিনি বলেন, ”মালব্যর মাসতুতো ভাই বোনেরা, মোদীবাবুর অধীনে মৃত অর্থনীতির মন্দা বাজারে দু’টাকা অনেক। ২০২৪ পর্যন্ত করে খান, এখন আছেন, তখন ‘ছিলেন’ হয়ে যাবেন।” এখানে মালব্য বলতে সায়নী বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যকেই উদ্দেশ্য করেছেন তা বেশ স্পষ্ট। এটাই বোঝা যাচ্ছে, সায়নীর এই ভাবমূর্তী নষ্ট করার পিছনে বিজেপি-র আইটি সেলকেই তিনি দোষারোপ করছেন তিনি। এরপর সায়নীকে সোশ্যাল মিডিয়ায় অনেক অনুগামী সমর্থন করেছেন। এবং তারা জানিয়েছেন দলের নেত্রীর ওপর তাঁদের পুরো ভরসা আছে। দলের যুবনেত্রী হিসেবে দলের কর্মীসভায় প্রায় রোজই দেখা পাওয়া যায় সায়নীর। আপাতত তাঁর পাখির চোখ ২০২৪-র লোকসভা ভোট।