পরের মরশুমে KKR-এর দলে দেখা যাবে না এই প্লেয়ারদের

তড়িৎ ঘোষ : প্রত্যেক বছরই ফ্র্যাঞ্চাইজি গুলি কিছু খেলোয়ারদের ছেড়ে দিয়ে আবার কিছু নতুন খেলোয়াড় নেন দলকে আরও শক্তিশালী করার জন্য। ইতিমধ্যেই কিংস ইলেভেন পাঞ্জাবের ক্যাপ্টেন রবিচন্দ্রন অশ্বিন পাঞ্জাব ছেড়ে দিল্লিতে যোগ দিয়েছেন। শোনা যাচ্ছে কিং খানের দল কলকাতা নাইট রাইডার্সও কিছু খেলোয়াড় ছেড়ে দিতে চলেছে।

চলতি বছরের ১৯শে ডিসেম্বর কলকাতাতে বসবে এবারের আইপিএলের নিলামের আসর। নিলামে খরচ করার জন্য এই মুহূর্তে দিল্লির কাছে সবচেয়ে বেশি ৮.২ কোটি টাকা রয়েছে। কেকেআরের কাছে নিলামে খরচ করার মত রয়েছে ৬.০৫ কোটি টাকা। কিছু খেলোয়ারদের ছেড়ে দিলে এই খরচের অঙ্কটি বেড়ে যাবে তখন নিলাম থেকে ভালো নতুন খেলোয়াড় নিতে পারবে ফ্র্যাঞ্চাইজি গুলি।

গোপন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী কেকেআর কর্তৃপক্ষ ক্যারিবিয়ান অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েটকে ছেড়ে দিতে চলেছে। যিনি আগের আইপিএলে দুটি ম্যাচ খেলে ১১ রান করেছিলেন এবং কোনো উইকেট পাননি। এছাড়াও রবিন উথাপ্পা, পীযূষ চাওলা, রিঙ্কু সিং, জো ডেনলি কে ছেড়ে দিতে পারে কেকেআর। এর ফলে কেকেআরের হাতে অনেকটাই অর্থ চলে আসবে নিলামে খরচ করার মত। সেই অর্থ দিয়ে নিলাম থেকে ভালো খেলোয়াড় কিনে আরও শক্তিশালী দল গঠন করতে চাইছে কেকেআর কর্তৃপক্ষ।