রাজ্য

নতুন চার জেলা ঘোষনার সম্ভাবনা, ভাঙতে চলেছে মালদহ ও মুর্শিদাবাদ

Advertisement

আবারও বাড়তে চলেছে জেলার সংখ্যা। মুর্শিদাবাদ ও মালদা জেলাকে আরও চারটি নতুন জেলা গঠন করার সিদ্ধান্ত নিল নবান্ন। প্রশাসনিক কাজে সুবিধার জন্য এই জেলা ভাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভৌগোলিক দিক থেকে জেলা দুটিকে উত্তর ও দক্ষিণে ভাগ করা হবে। মূলত মহকুমা অনুসারে এই জেলাভাগের কাজ সম্পন্ন করা হবে। তবে বর্তমানে প্রশাসনিক দিক সম্পূর্ণ পৃথক করা হচ্ছে না জেলাগুলোকে। প্রথমে জেলাগুলিকে ভেঙে পৃথক পৃথক পুলিশ জেলা তৈরী করা হবে। পরে পরিকাঠামো গড়ে তোলার পরই জেলা ভাগ সম্পূর্ণ করা হবে, এমনটাই জানিয়েছে নবান্ন।

মুর্শিদাবাদের জঙ্গিপুর ও লালবাগ মহকুমা ভৌগোলিক দিক থেকে উত্তরে অবস্থান করায় এদের নিয়ে একটি পুলিশ জেলা গঠন করা হবে। অন্যদিকে বাকী তিন মহকুমা মুর্শিদাবাদ সদর, কান্দি ও ডোমকলকে নিয়ে পৃথক পুলিশ জেলা হবে। আবার মালদহের ক্ষেত্রে দুটি মহকুমাকে নিয়ে দুটি পৃথক পৃথক পুলিশ জেলা গঠন করা হবে। মালদহ সদর ও চাঁচল দুই মহকুমা দুটিকে পরবর্তীকালে পূর্ণাঙ্গ জেলা রূপে মর্যাদা দেওয়া হবে বলে জানিয়েছে নবান্ন।

Related Articles

Back to top button