আসন্ন উপনির্বাচন নিয়ে নিজের নিজের কৌশল স্থির করছে রাজ্যের প্রথম সারির রাজনৈতিক দলগুলো। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে প্রবল ভাবে উঠে আসছে বিজেপি। তাই উপনির্বাচনে জেতার জন্য প্রাণপণ লড়াই দেওয়ার চেষ্টায় রয়েছে গেরুয়া শিবির। প্রার্থী বাছাইয়েও যত্নশীল তারা। অন্যদিকে শাসক দল তৃণমূলের কাছে এই উপনির্বাচন শক্তি যাচাইয়ের নির্বাচন। এরই মাঝে ভেসে থাকার চেষ্টা করছে বাম ও কংগ্রেস। ইতিমধ্যে খড়গপুরে কেন্দ্রে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করেছে বাম। কিন্তু কংগ্রেসের এক সিদ্ধান্তে নির্বাচনী সমীকরণ নিয়ে জল্পনা শুরু রাজনৈতিক মহলে।
কংগ্রেসের তরফে তৃণমূলকে সমর্থনের খবর ছড়িয়ে পড়তেই শুরু রাজনৈতিক লাভ লোকসানের অঙ্ক কষা। বিরোধী দলনেতা আব্দুল মান্নান সনিয়া গান্ধীর কাছে বার্তা পাঠিয়েছেন তৃণমূলকে সমর্থন করতে চেয়ে। খড়গপুর কেন্দ্রে কার্যত তৃণমূলের সাথে জোট করার অনুমতি চেয়েছেন তিনি। একদা কংগ্রেসের গড় খড়গপুরে বিজেপিকে রুখতে তৃণমূলের সাথে জোট করতে চান বলে জানিয়েছেন আব্দুল মান্নান।