নিউজরাজ্য

বজ্রবিদু্ৎ সহ বৃষ্টির সম্ভাবনা এইসব জেলায়! জানালো আবহাওয়া দপ্তর

Advertisement

দুর্গাপুজোর আমেজ শেষ হতে না হতেই সামনে কালীপুজো। দুর্গাপুজোয় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। বৃষ্টি হলেও সেরকম পুজোয় ভারী বৃষ্টির মুখ দেখেনি রাজ্যবাসী।

আসলে এবছর বর্ষা দেরিতে এসেছে। তাই দেরিতে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতার আকাশ সকালে থেকেই রোদ ঝলমেলে। কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন। কলকাতায় এখন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কিন্তু আদ্রতা জনিত অস্বস্তি থাকবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায়।

আজ সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাড়ে ২৫ ডিগ্রির মতো। বাতাসে আদ্রতার পরিমাণ ৫২ থেকে ৯২ শতাংশ এর মতো।

আগামী ২৪ ঘণ্টা বজ্রবিদু্ৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে বর্ধমান,বীরভূম,বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে।

Related Articles

Back to top button