Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুপার সাইক্লন আমফানে উড়ে গেল অভিনেতার বাড়ির ছাদ

কৌশিক পোল্ল্যে: ঘূর্ণিঝড় ‘আমফান’ এক দুঃস্বপ্নের মতো এসে চারিদিকে বড়সড় ক্ষয়ক্ষতির সাক্ষী করে গেল সাধারন মানুষকে। দক্ষিনবঙ্গের জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রবল প্রভাবে চলেছে ধ্বংসলীলা, হারিয়ে গিয়েছে বেশ কিছু মানুষের প্রাণ, গৃহহীন…

Avatar

কৌশিক পোল্ল্যে: ঘূর্ণিঝড় ‘আমফান’ এক দুঃস্বপ্নের মতো এসে চারিদিকে বড়সড় ক্ষয়ক্ষতির সাক্ষী করে গেল সাধারন মানুষকে। দক্ষিনবঙ্গের জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রবল প্রভাবে চলেছে ধ্বংসলীলা, হারিয়ে গিয়েছে বেশ কিছু মানুষের প্রাণ, গৃহহীন হয়ে পড়েছে বহু পরিবার। উপকূলবর্তী দুই পরগনার অবস্থা দেখলে মৃতের নগরী ভেবে ভুল করার সম্ভাবনাও রয়েছে। ‘আয়লা’ পরবর্তী এই বিপর্যয়ে একপ্রকার শোচনীয় অবস্থার সম্মুখীন হল রাজ্যবাসী।

এই ঘূর্নিঝড়ের কবল থেকে রক্ষা পেল না অভিনেতা অঙ্কুশ হাজরার বিলাসবহুল বাড়ি। ঝড়ের দাপটে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তার আবাসনটি, মেঝেভর্তি জল থইথই করছে, সঙ্গে ভেঙে গিয়েছে জানালার কাঁচ, পাশাপাশি তার বাথরুমের ফলস সিলিংটিও খসে পড়েছে, যার ফলে পুরো বাড়ির অবস্থাই রীতিমতো লন্ডভন্ড বলা চলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সোশ্যাল মিডিয়ায় নিজের ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করে অভিনেতা লেখেন, “সাইক্লোন নাকি ভূমিকম্প? আমাদের মতো মানুষেরা কিছুটা হলেও এই ক্ষতি সামাল দিতে পারবে। কিন্তু সেই সব মানুষেরা? যারা সব হারালেন? আমরা সবাই তাদের একটু পাশে দাঁড়াই।”

অভিনেতা পোস্ট থেকে আশঙ্কার মেঘ নেটিজেনদের মনে, পোস্টে অনেকে নিজের মন্তব্য ব্যক্ত করে লিখলেন, বিত্তশালী মানুষরাও এই বিপর্যয়ে গুরুতর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাহলে উপকূলবর্তী এলাকার মানুষগুলির অবস্থা ঠিক কীরূপ তা পরোক্ষদর্শীদের কল্পনারও বাইরে। সর্বহারা ওই সকল মানুষগুলির দুঃখে সমব্যথী হয়ে অভিনেতা তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানালেন সকলকে।

About Author