Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শোকের ছায়া, ৩১ বছরে প্রয়াত হলেন জনপ্রিয় পরিচালক

Updated :  Monday, May 11, 2020 8:28 PM

ফের ধাক্কা সিনেমা জগতে, জনপ্রিয় পরিচালক জেবিট গর্জ শনিবার কোচিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল মাত্র ৩১ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন পরিচালক জেবিট গর্জ। বেশ কিছুদিন আগেই জেবিট গর্জের প্রথম ছবি ‘কোজিপ্পোরু’ মুক্তি পায়। ছবিটির সহ-পরিচলক ছিলেন তিনি। কেরিয়ারের শুরুতেই যে এভাবে শেষ হয়ে যাবে তার জীবন তা ভাবেনি কেও।

জেবিট গর্জ বুকে ব্যাথা অনুভব করেছিলেন শনিবার সকাল থেকেই, তবে তাতে অতটা গুরুত্ব দেন নি তিনি,এর পর শনিবার সন্ধেবেলা হার্ট অ্যাটাক হয় মালায়ালি ছবির পরিচালক জেবিট গর্জের, হাসাপাতলে নিয়ে যাওয়া হয় তাকে কিন্তু শেষরক্ষা হয়নি, হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

সিনেমা জগতে একের পর এক তারকার প্রয়াণে শোকের আবহ তৈরি হয়েছে বেশ কিছুদিন ধরেই। ইরফান খান, ঋষি কাপুরের পর তরুণ পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ সিনেমা জগতের শিল্পীরা। সোশ্যাল মিডিয়ায় তরুণ পরিচালকের মৃত্যুতে অনেকেই শোকজ্ঞাপন করছেন। অজাই বাসুদেব জেবিটের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, এবং তার উদ্দেশ্যে ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।