Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কোন পাঁচ তারা হোটেলে নয়, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল থাকবে রাজারহাটের হোটেলে

Updated :  Sunday, March 15, 2020 9:59 PM

ভারত দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর করোনা ভাইরাসের আতঙ্কে বাকি দুই ওয়ানডে বাতিল হয়েছে। এরপর দিল্লি হয়ে দেশে ফেরার কথা ছিল দক্ষিণ আফ্রিকার পুরো দলের। কিন্তু টিম ম্যানেজমেন্ট জানায় দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি, তাই তারা দিল্লির বদলে কলকাতা হয়ে দেশে ফিরতে চায়। সেইমতো দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয় তারা সোমবার কলকাতা এসে মঙ্গলবার দেশে ফেরার বিমান ধরবে।

সোমবার শহরে এসে তাদের থাকার কথা ছিল তাজ বেঙ্গল হোটেলে। কিন্তু তাদের এই প্রস্তাবে রাজি হয়নি নবান্ন। তাজ বেঙ্গল হোটেলের বদলে তাদের রাজারহাটের কোনো হোটেলে থাকার অনুরোধ জানানো হয়। নবান্নের তরফে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্টকে জানানো হয়, তারা তাজ বেঙ্গলে না থেকে যেন বিমানবন্দরের কাছাকাছি রাজারহাটের কোনো হোটেলে থাকেন। কারণ তাজ বেঙ্গল শহরের একদম মাঝে, তাই কোনোরকম ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য। সেইমতো রাজ্যের এই অনুরোধ মেনেও নিয়েছে দক্ষিন আফ্রিকা টিম ম্যানেজমেন্ট। তাজ বেঙ্গলের বদলে তারা এখন থাকবেন রাজারহাটের ওয়েস্ট ইন হোটেলে।

আরও পড়ুন : পিছিয়ে গেল ধোনির ক্রিকেটে ফেরা, হতাশ ভক্তরা

জানা যাচ্ছে, সোমবার দক্ষিন আফ্রিকা টিমের বিমান লখনৌ থেকে কলকাতা পৌঁছাবে দুপুর ১২.৪০ মিনিটে। সেখান থেকে সোমবার সারাদিন হোটেলে থেকে মঙ্গলবার সকাল ৮.৫৫ মিনিটের বিমানে তারা দক্ষিণ আফ্রিকা ফিরে যাবে। এর আগে ধর্মশালায় ১২ই মার্চ প্রথম ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হওয়ার পর করোনা ভাইরাসের আতঙ্কে পুরো সিরিজ বাতিল করা হয়। দুই দেশের বোর্ড নিজেদের মধ্যে আলোচনা করে বাতিল করে সিরিজ। সিরিজ না খেলেই মঙ্গলবার দেশে ফিরে যাবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।