Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ছোট্ট কাঠবিড়ালি টেনে ছিঁড়ে দিল ময়ূরের পালক, মুহুর্তেই ভাইরাল ভিডিও

Updated :  Friday, January 15, 2021 3:27 PM

সকালে সংবাদপত্রের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি নজর রাখছেন জনসমাজ। আমাদের দৈনন্দিন জীবনে চারপাশে ঘটে চলেছে অসংখ্য ঘটনা এর মধ্যে কিছু হাস্যকর এবং কিছু গুরুতর বিষয়। আর এই সমস্ত ঘটনা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দৌলতে ভাইরাল হয়ে চলেছে।

মানব জগতের পাশাপাশি বিভিন্ন বন্য প্রাণীদের না না ধরনের অবাক করা কার্যকলাপ ভাইরাল খবর হিসেবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যায় মানুষের কাছে। বন্য প্রানীদের লড়াই খুনসুটি ইত্যাদি মজদার ভিডিও আমরা দেখে থাকি।

https://youtu.be/v6fsbRMwJMA

আমরা অনেকেই জঙ্গল সাফারি করে থাকি। আর জঙ্গলে ঘুরতে গিয়ে আমরা দেখে থাকি বিভিন্ন বন্য প্রানী এবং তাদের মজাদার আচরণ। বর্তমানে ডিজিটাল উন্নতির কারণে আমরা জঙ্গলের জীব জন্তুর দৃশ্য বাড়িতে বসেই উপভোগ করতে পারছি। সম্প্রতি আমাদের সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে একটি ভাইরাল ভিডিও। কতোগুলো জঙ্গলের ময়ূর তাদের আপনমনে খুনসুঁটিতে মেতে উঠেছিল আর এইরকম দৃশ্য চোখে পড়তেই সেখানে ভিড় জমে পর্যটকদের। এতেই শেষ নয় তারপর আবার এই খুনসুঁটি তে যোগ দেয় একটি কাঠবিড়ালি।

কাঠবিড়ালি টি একটি ময়ূরের সাথে দুষ্টুমি করতে গিয়ে চেষ্টা করে ময়ুরটির পালক মূখে করে টেনে ছিঁড়ে দেওয়ার। এরপর শুরু হয় তাদের মধ্যে দুষ্টু মিষ্টি লড়াই। আর এই মজাদার দৃশ্য উপভোগ করতে থাকে পর্যটকরা এবং এই মুহূর্ত টি ভিডিও করে সোশ্যাল মিডিয়া তে পোস্ট করে কোনো এক ব্যাক্তি আর মুহুর্তেই ভাইরাল হয়ে ওঠে এই মজাদার দৃশ্য।