প্রায় একবছর পর রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি। আবার অনেক নেতা নিজেদের দল বদল নিয়েও ব্যস্ত রয়েছেন। গত ১৪ ই আগস্ট কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। যার ফলে তার কাছ থেকে ‘ওয়াই ক্যাটাগরি সুরক্ষা’ নিয়ে নেয় নবান্ন।
গত মঙ্গলবার, ভাইফোঁটার দিন শোভন ও বৈশাখীকে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে ভাইফোঁটাও নেয় শোভন, এমনকি মুখ্যমন্ত্রীর কাছ থেকে বোনফোঁটা নেন বৈশাখী। এই নিনে অনেক জল্পনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শোভনকে শরীর কমানোর পরামর্শও দেন।
গত মঙ্গলবারের পর শোভন ও বৈশাখীর বিজেপি ছেড়ে তৃনমূলে আসার সম্ভাবনা অনেক বেশি। এই প্রসঙ্গে যখন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন, ‘রাস্তায় একটা টাকা কুড়িয়ে পেয়েছিলাম, সেটা হাতে নিয়ে দান করে দিয়েছি। তাতে আমাদের কোনো ক্ষতি হয়নি।’ এছাড়াও তিনি বলেন ‘যারা এসেছিলেন তারা দেখতে এসেছিলেন এখানে থাকা যায় কিনা’।
গতকাল, শুক্রবার শোভন চক্রবর্তীকে ‘ওয়াই ক্যাটাগরি সুরক্ষা’ ফিরিয়ে দেয় নবান্ন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কাশ্মীরে জঙ্গি হামলায় ৫ জন বাঙালীর প্রান যাওয়ার জন্যই মনে হয় শোভনকে সুরক্ষা দিচ্ছে রাজ্য।’