স্তন এবং নিতম্ব সবই পারফেক্ট, প্লাস্টিক সার্জারি’ নিয়ে বিস্ফোরক প্রিয়ঙ্কা চোপড়া

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া( Priyanka Chopra ) হলিউডেও এখন বেশ বিখ্যাত। সম্প্রতি তার একটি আত্মজীবনী আনফিনিশড নিয়ে আলোচনা চলছিল একটি সাক্ষাৎকারে। সেখানে অভিনেত্রী তার শরীরে প্লাস্টিক সার্জারি নিয়ে অনেক মন্তব্য…

Avatar

By

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া( Priyanka Chopra ) হলিউডেও এখন বেশ বিখ্যাত। সম্প্রতি তার একটি আত্মজীবনী আনফিনিশড নিয়ে আলোচনা চলছিল একটি সাক্ষাৎকারে। সেখানে অভিনেত্রী তার শরীরে প্লাস্টিক সার্জারি নিয়ে অনেক মন্তব্য করে। সম্প্রতি তার আত্মজীবনী আনফিনিশড নামক বইটি প্রকাশিত হতে চলেছে। আজ সেই বইয়ের মধ্যে তার শারীরিক প্লাস্টিক সার্জারি বিষয়ে তিনি কতটা বিশদ ব্যাখ্যা করেছে জানতে চাওয়া হয়েছিল এক ইন্টারভিউতে। তখন অভিনেত্রী কড়া জবাব দেয় তার প্লাস্টিক সার্জারির বিশদ ব্যাখ্যা দেওয়ার জন্য তিনি বইটি লেখেননি। তিনি বইটি লিখেছেন জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে।

স্তন এবং নিতম্ব সবই পারফেক্ট, প্লাস্টিক সার্জারি' নিয়ে বিস্ফোরক প্রিয়ঙ্কা চোপড়া

বহু বছর হয়ে গেল প্রিয়াঙ্কা চোপড়া বলিউড ইন্ডাস্ট্রিতে পা দিয়েছিল। বর্তমানে তিনি হলিউড ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়। আমাদের সকলের পরিচিত জনপ্রিয় দেশি গার্ল তার জীবনের সমস্ত অধ্যায় গুলো কে পরপর সাজিয়ে একটি বইতে বেঁধেছেন তিনি।

স্তন এবং নিতম্ব সবই পারফেক্ট, প্লাস্টিক সার্জারি' নিয়ে বিস্ফোরক প্রিয়ঙ্কা চোপড়া

২০০০ সালে তিনি বিশ্ব সুন্দরী খেতাব অর্জন করে তার পরই তার পরিচালকের সাথে পরিচিতি এবং ইন্ডাস্ট্রীতে পা রাখা এই সমস্ত কিছু তুলে ধরে তার আত্মজীবনীর বইটিতে। তিনি সেখানেই তাহলে করেছে কত পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে। এক পরিচালকের কাছ থেকে ফিগার কারেকশন করার জন্য অস্ত্রোপচারের আদেশ শুনতে হয়েছিল তাকে। অভিনয় করতে হলে চাই একদম পার্ফেক্ট নিতম্ব স্তন ইত্যাদি এরূপ মন্তব্য শুনতে হয়েছিল তাকে। এবং রীতিমত তাকে অস্ত্রোপচারের জন্য অনেক আদেশ দেওয়া হয়।