মারুতি সুজুকি কোম্পানির সবথেকে জনপ্রিয় গাড়ির মধ্যে অন্যতম হলো মারুতি সুজুকি ওয়াগনর। এই গাড়িটি শুধুমাত্র সিটি রাইডিং এর জন্য নয়, পাহাড়েও খুব ভালো গাড়ি হিসেবে বিবেচিত হয়। শক্তিশালী ইঞ্জিন এবং দারুন দারুন কিছু বৈশিষ্ট্যের কারণে বাজারে সবথেকে জনপ্রিয় গাড়ির তালিকায় এক নম্বরে রয়েছে এই গাড়িটি। হ্যাজব্যাক সেগমেন্টের রাজা বলা যেতে পারে মারুতি সুজুকিকে। এই সেগমেন্টে তাদের ভালো কোন প্রতিযোগী নেই। বলতে গেলে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে অন্যান্য কোম্পানি রীতিমতো ভয় পায়। এই সেগমেন্টে তাদের এতগুলি গাড়ি রয়েছে যে সেগুলির সামনে অন্য কোম্পানির নতুন গাড়ি টিকতে পারবেনা। সম্প্রতি খবর এসেছে মারুতি সুজুকি তাদের WagonR গাড়ির একটি ৭ আসনের মডেল লঞ্চ করতে চলেছে খুব শীঘ্রই। ২০২৩ সালের ইন্দোনেশিয়া মোটরশোতে প্রথমবার দেখানো হয়েছিল এই গাড়িটি। চলুন সেই গাড়ির ব্যাপারে জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।
ইতিমধ্যেই ভারতের বাজারে এই গাড়িটি লঞ্চ হবার খবর দ্রুত ছড়িয়ে পড়েছে। ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে maruti suzuki কোম্পানির এই নতুন গাড়িটি। এই গাড়িটি সোলিও নামে জাপানে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে এবারে ভারতে আসবে একটা অন্য নামে। মনে করা যাচ্ছে ভারতীয় সংস্করণ জাপানের সংস্করণের থেকে কিছুটা হলেও আলাদা হবে। আমরা যদি এই গাড়িটি ইঞ্জিনের কথা বলি তাহলে, এই গাড়ির ইঞ্জিনে কোন পরিবর্তন করা হবে না। ১ লিটার এবং ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন অপশন আপনারা এখানেও পাবেন। তবে সিএনজি ভেরিয়েন্ট চালু হবে কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি।
ফিচারের কথা বলতে গেলে, কোম্পানির জনপ্রিয় ৭ আসনের গাড়ি এরটিগার মত কিছু ফিচার আপনারা পেতে পারেন। এই নতুন গাড়িতে ফ্রন্ট বাম্পার, ফ্রন্ট গ্রিল, হেড ল্যাম্প, ব্যাক বাম্পার এবং টেল লাইট থাকবে। বর্তমান সময়ে ভারতে এই নতুন গাড়ি নিয়ে টেস্টিং চলছে। খুব শীঘ্রই ভারতের হ্যাচব্যাক সেগমেন্টে জায়গা করে নেবে মারুতি সুজুকি কোম্পানির এই নতুন WagonR।