Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Gautam Gambhir: ‘রোজগার নেই বলে পান মসলার বিজ্ঞাপন করতে হবে’? শেওয়াগ-গাভাস্কর-কপিলকে এক হাতে নিলেন গম্ভীর

Updated :  Friday, June 16, 2023 11:19 AM

ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর এমন একজন মানুষ, যিনি সর্বদা তার অগ্নিবাণে বিদ্ধ করেন যে কাউকে। স্পষ্ট কথা বলার জন্য অনেকের রোল মডেল হয়ে উঠেছেন ভারতের এই সাংসদ তথা বিশ্বকাপ জয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর। খেলার মাঠে হোক কিংবা বাইরে, তার সিদ্ধান্ত এবং মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, চলতি বছর আইপিএলে বিরাট কোহলির সাথে সংঘর্ষে জড়ানোর পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচিত হচ্ছেন গৌতম গাম্ভীর। এরই মধ্যে ভারতের একাধিক তারকা ক্রিকেটারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি।

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর একাধিক তারকা ক্রিকেটারের দিকে আঙ্গুল তোলেন। তিনি সরাসরি নাম না করে বলেন,’কিভাবে একজন স্পোর্টস পারসন পান মশলার বিজ্ঞাপন করতে পারেন? হাজার হাজার তরুণ তাদেরকে রোল মডেল হিসেবে বিবেচনা করেন। নিজের রোল মডেলের নিকট থেকে যদি এই ধরনের শিক্ষা পায়, তবে এখন সময় এসেছে রোল মডেল ভাবনা চিন্তা করে বেছে নেওয়ার। আপনি অবশ্যই এমন স্পোর্ট পার্সনকে রোল মডেল হিসেবে বেছে নিন, যিনি সত্যিই রোল মডেল হওয়ার যোগ্যতা রাখে।’
Gautam Gambhir: 'রোজগার নেই বলে পান মসলার বিজ্ঞাপন করতে হবে'? শেওয়াগ-গাভাস্কর-কপিলকে এক হাতে নিলেন গম্ভীর

আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতের একাধিক তারকা ক্রিকেটার পান মসলার বিজ্ঞাপন দিচ্ছেন। যেখানে সুনীল গাভাস্কর, বীরেন্দ্র শেওয়াগ এবং কপিল দেবের মত মহান ক্রিকেটারের নাম রয়েছে। ফলে একথা বলা যেতেই পারে, গৌতম গম্ভীর কারোর নাম স্পষ্ট করে না বললেও এনাদের বিপক্ষে নিজের অগ্নিবান নিক্ষেপ করেছেন তিনি।

আমরা আপনাদের জানিয়ে রাখি, ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার পান মশলার বিজ্ঞাপন করার জন্য প্রায় ৩০ কোটি টাকার অফার পেয়েছিলেন। তবে তিনি তার বাবাকে দেওয়া কথা রাখতে বিজ্ঞাপনে অভিনয় করতে অস্বীকার করেন। উল্লেখ্য, শচীন টেন্ডুলকার তার বাবাকে কথা দিয়েছিলেন, তিনি কখনোই পান মশলা বা মাদক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপন করবেন না।