খেলাক্রিকেট

Team India: সিনিয়র বলেই কি ‘ফ্লপ’ ক্রিকেটারদের বোঝা বইতে হবে? তরুণদেরও সুযোগ দিতে হবে….. রবি শাস্ত্র

আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বিশ্বকাপের মেগা আসর খেলবে রোহিত শর্মারা।

Advertisement

ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী যেন একটি বাক্যের মাধ্যমে কোটি কোটি ক্রিকেট ভক্তের মনের কথা বলে দিলেন। এদিন সংবাদমাধ্যমে তিনি বলেন,’সিনিয়র বলেই কি একাধিক ফ্লপ ক্রিকেটার পারফরম্যান্স না করে দলে বারবার জায়গা পাবেন? বর্তমানে ভারতের কাছে অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। বিশ্বকাপে ভালো ফলাফল করতে হলে অভিজ্ঞতা নয় বরঞ্চ পারফরমেন্স দিয়ে ক্রিকেটারদের বিচার করতে হবে। নতুবা ১৩ বছরের খরা কাটাতে পারবে না বিরাট কোহলিরা।’

রবি শাস্ত্রী এদিন সংবাদমাধ্যমে বলেন,’আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য বর্তমানে প্রত্যেকটি দল নিজেদের একাদশ শক্তিশালী করে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে। আমাদের একাধিক ব্যাটসম্যান রয়েছে, যারা বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। আর সেখানে কিছুটা পরিবর্তন করা যেতে পারে। বর্তমানে ভারতীয় দলে তেমন কোন তারকা বাঁ-হাতি ব্যাটসম্যান নেই। সম্ভবত বিশ্বকাপে শুভমান গিলের সঙ্গে ওপেনিং করবেন রোহিত শর্মা। তবে আমি ১-৬ নম্বর ব্যাটিং অর্ডারের মধ্যে কমপক্ষে দুইজন বাঁ-হাতি ব্যাটসম্যান দেখতে চাই।

তিনি আরও বলেন, ‘বর্তমানে জাতীয় দলে রবীন্দ্র জাদেজা রয়েছেন, যিনি বাঁ-হাতে ব্যাটিং করে থাকেন। তবে জাতীয় দলের এই অভাব পূরণ করার জন্য ঈশান কিষান, যশস্বী জসওয়াল বা তিলক ভার্মার মতো অপশন আছে ভারতীয় দলে। যারা যেকোনো মুহূর্তে লম্বা ইনিংস খেলে ভারতীয় দলের জন্য সাফল্য এনে দিতে পারে।’

এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বিশ্বকাপের মেগা আসর খেলবে রোহিত শর্মারা। টানা ১০ বছরের ব্যর্থতা কাটাতে ২২ গজের ময়দানে নামবে ব্লু বাহিনী। ফলে স্বাভাবিকভাবেই ভারতীয় দলের ব্যর্থ ক্রিকেটারদের দিকে আঙ্গুল তুলতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। এমনকি একাধিক ব্যর্থ ক্রিকেটারকে দল থেকে ছাঁটাই করার কথাও বলছেন তারা।

Related Articles

Back to top button