Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

IPL 2020 : কখন কখন শুরু হবে আইপিএলের খেলা, জানাল সৌরভ গাঙ্গুলি

Updated :  Monday, January 27, 2020 10:21 PM

আজ সোমবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে ২৯ মার্চ থেকে শুরু হতে চলা আইপিএল পূর্ব নির্ধারিত সময় রাত্রি আটটা থেকেই শুরু হবে। কয়েকটি মহল থেকে আর্জি জানানো হয়েছিল যে সময় রাত্রি ম্যাচের সময় কিছুটা এগিয়ে আনার জন্য কিন্তু সেটি শেষ পর্যন্ত হচ্ছে না।

বৈঠক শেষে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি সাংবাদিকদের বলেন, “আইপিএলের রাত্রির ম্যাচের সময়ের কোনও পরিবর্তন হবে না। এটি আগের বছরের মতোই রাত ৮ টা থেকে শুরু হবে। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু করার বিষয়টি সভায় আলোচনা হয়েছে তবে তা এবার হচ্ছে না।” বিসিসিআই প্রেসিডেন্ট আরও জানিয়েছেন আইপিএলের ফাইনাল ২৪ মে মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে আহমেদাবাদে নয়।

আরও পড়ুন : ব্যাট হাতে মাঠে ফিরছেন যুবরাজ সিং, নতুন কোন দল তাকে নিলেন

২০২০ আইপিএল মরশুমে কেবলমাত্র পাঁচদিন দুটি করে ম্যাচ থাকছে, একটি বিকেল ও একটি রাত্রিতে। বাকি দিনগুলো একটি করে ম্যাচ, শুধুমাত্র রাত্রি ৮ টায়। গাঙ্গুলি বলেছেন, “এবার আমাদের কেবল পাঁচটি ডাবলহেডার (সন্ধ্যা ৪ টা এবং রাত ৮ টা দুটি ম্যাচ) থাকছে”।

এছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আইপিএল ২০২০ মরসুম শুরু হওয়ার আগে বিসিসিআই-এর দাতব্য কারণে সমস্ত শীর্ষ আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে একটি অল-স্টারস-ম্যাচ খেলা হবে। এখান থেকে প্রাপ্ত অর্থ কোনো একটি জায়গায় দান করে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে সেটি এখনো ঠিক হয়নি।