CSK vs RCB: চেন্নাইয়ের এই ৪ ধ্বংসাত্মক ক্রিকেটার যারা ব্যাঙ্গালোরের বিপক্ষে বিধ্বংসী পারফরম্যান্স করবেন
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাঙ্গালোরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে আইপিএল যাত্রা শুরু করবে চেন্নাই সুপার কিংস।
আইপিএলের ১৭তম আসরের আজ প্রথম ম্যাচ মাঠে গড়াতে চলেছে কিছুক্ষণের মধ্যে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ ডিফেনডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। খেলাটি অনুষ্ঠিত হবে আজ রাত ৮টা থেকে। একদিকে, নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, চির পরিচিত শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাঙ্গালোরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে আইপিএল যাত্রা শুরু করবে চেন্নাই সুপার কিংস। আর এই জয়ের নেপথ্যে বড় ভূমিকা পালন করবেন চেন্নাইয়ের ৪ বিধ্বংসী ক্রিকেটার। চলুন জেনে নেওয়া যাক কারা রয়েছেন এই তালিকায়-
১. রাচিন রবীন্দ্র: এই তালিকার প্রথম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। গত বছর অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে ব্যাট এবং বল হাতে নিজের জাত ছি নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, অধিনায়ক ঋতুরাজের সাথে জুটি বেঁধে ওপেনার হিসেবে বিধ্বংসী ইনিংস খেলবেন এই ক্রিকেটার।
২. শিবম দুবে: এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন চেন্নাইয়ের অন্যতম সেরা অলরাউন্ডার শিবম দুবে। গেল কয়েক মাস ব্যাট হতে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই ক্রিকেটার। পাশাপাশি বল হাতেও দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেন শিবম দুবে।
৩. রবীন্দ্র জাদেজা: অধিনায়ক হিসেবে দলের ভরসা রাখতে অক্ষম হলেও অলরাউন্ডার হিসেবে বার বার চেন্নাইকে জয়ের মুখ দেখিয়েছেন এই ক্রিকেটার। বলের পাশাপাশি ব্যাট হাতেও লম্বা ইনিংস খেলবেন রবীন্দ্র জাদেজা, এমনটা মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
৪. ড্যারিল মিচেল: ব্যাঙ্গালোরে বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয়ের অন্যতম সেরা কান্ডারী হয়ে উঠতে পারেন ড্যারিল মিচেল। ব্যাঙ্গালোরের বিপক্ষে ব্যাট হতে এই ক্রিকেটার ধ্বংসলীলা চালাবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।