টেক বার্তা

7 Seater Car: এই ৭ সিটার গাড়ি ৫ সিটার গাড়ির দামে পেয়ে যাবেন, ১০ লাখের নীচে পাবেন

আজকের দিনে সবার স্বপ্ন থাকে যেন তার কাছে একটা গাড়ি থাকে

Advertisement

আজকের দিনে সবার ইচ্ছা থাকে যেন নিজের একটা গাড়ি হয়। কিন্তু এই গাড়ি কেনার স্বপ্ন সবার সফল হয় না। এই গাড়ি কেনার স্বপ্নের মাঝে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় বাজেট। ছোট গাড়ি কিনে তেমন আরাম পাওয়া যায় না। তাই সব থেকে ভালো গাড়ি হলো এসইউভি। কিন্তু এসইউভি গাড়ি কিনতে হলে আপনাকে কম করে হলেও ২০ লক্ষ টাকা দিতে হয়। কোন একটি ভাল এসইউভি গাড়ি কিনতে হলে আপনাকে মোটামুটি ৫০ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে কোন কোন ক্ষেত্রে। কিন্তু, আপনারা হয়তো অনেকেই জানেন না মাত্র ১০ লক্ষ টাকার মধ্যেই ভারতে এমন কয়েকটি এসইউভি গাড়ি পাওয়া যায় যেগুলি আপনাকে আরামের পাশাপাশি ভালো মাইলেজ দিতেও সক্ষম। চলুন জেনে নেওয়া যাক এরকমই কয়েকটি আকর্ষণীয় এসইউভি গাড়ির ব্যাপারে।

১. প্রথম গাড়িটি হলো Renault Triber। এই গাড়িটি ভারতে বিক্রি হওয়া সবথেকে সস্তা সাত সিটের এসইউভি গাড়ি। এই গাড়িটির দাম মাত্র ৫.৯১ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে।এই গাড়িটিতে আপনারা ৯৯৯সিসি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন এবং তার সাথেই গাড়িটি দশটি আলাদা আলাদা ভেরিয়েন্টে উপলব্ধ। এই গাড়িতে ফোর স্টার সেফটি রেটিং রয়েছে। তার পাশাপাশি সুরক্ষার দিক থেকেও এই গাড়িটি খুবই ভালো।

২. দ্বিতীয় গাড়িটি হলো মারুতি সুজুকির Maruti Ertiga। এই গাড়িটি দেশীয় বাজারে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে বিগত কয়েক বছরে। এই মুহূর্তে এই গাড়ির এক্স শোরুম দাম ৮.৪১ লক্ষ টাকা। এই গাড়িটি পেট্রোল এবং সি এন জি, দুটি বিকল্পে আপনি পেয়ে যাচ্ছেন।

৩. তৃতীয় গাড়িটি হলো Kia Karens। এই গাড়িটি সাত সিটের একটি দুর্দান্ত এসইউভি এবং এই গাড়িটিতে আপনারা ৫ ট্রিম এবং তিনটি ইঞ্জিনের বিকল্প পেয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কিয়া কোম্পানির গাড়ি ভারতে বেশ জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। মাত্র ৯.৫৯ লক্ষ টাকা থেকে এই গাড়ি আপনি কিনতে পারেন।

৪. চতুর্থ গাড়িটি হলো Mahindra Bolero। এই গাড়িটি মূলত গ্রামীণ ক্ষেত্রে খুব ভালো পারফরম্যান্স করে থাকে। শহরের দিকে এই গাড়িটি খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না সাধারণত। ৯.৮৫ লক্ষ টাকা থেকে এই গাড়ির দাম শুরু হয়। এই গাড়িতে আপনারা মিউজিক সিস্টেম থেকে শুরু করে ডিজিটাল ক্লাসটার, এয়ার ব্যাগ এবং রিভার্স পার্কিং সেন্সরের মত বেশ কিছু ফিচার পেয়ে যাচ্ছেন।

৫. পঞ্চম গাড়িটি হলো Mahindra Bolero Neo। এই গাড়িটি ডিজাইন এবং ফিচারের দিক থেকে তালিকার সবকটি গাড়ি থেকে উন্নত। এই গাড়িটির দাম ৯.২৯ লক্ষ টাকা এবং আপনারা খুবই সস্তায় দুর্দান্ত কিছু ফিচার পেয়ে যাবেন এই বোলেরো নিও গাড়ি থেকে।

Related Articles

Back to top button