টেক বার্তা

এই মাসেই লঞ্চ হবে ভারতের দ্রুততম ইলেকট্রিক বাইক, দাম কত জানেন

ভারতের বাজারে আল্ট্রাভায়োলেট ২৪ এপ্রিল তাদের দ্রুততম ইলেকট্রিক বাইক লঞ্চ করবে

Advertisement

বর্তমানে বিশ্বের বেশিরভাগ অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইলেকট্রিক গাড়ি তৈরীর ওপর জোর দিচ্ছে। পেট্রোল ও ডিজেলের সীমিত পরিমাণ এবং পরিবেশ দূষণ রোধ করতে আমাদের ভবিষ্যৎ ইলেকট্রিক গাড়ি। এর ফলে দেশে ইলেকট্রিক স্কুটি বা বাইকের চাহিদা বাড়ছে। একাধিক নতুন নতুন কোম্পানি তাদের কোম্পানিতে যোগ করছে নতুন নতুন ইলেকট্রিক স্কুটি বা বাইক। এবার ভারতের বাজারে ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা প্রতিষ্ঠান আল্ট্রাভায়োলেট ২৪ এপ্রিল তাদের দ্রুততম ইলেকট্রিক বাইক লঞ্চ করবে। বাইকটির নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি দেশের সবচেয়ে দ্রুত ই-বাইক হবে।

বর্তমানে আল্ট্রাভায়োলেট F77 বাইক বিক্রি করে যা ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে। নতুন বাইকটির গতি F77-এর চেয়ে বেশি হবে বলে আশা করা হচ্ছে। নতুন বাইকটি সম্ভবত F99 প্রোটোটাইপের কিছু বৈশিষ্ট্য ধারণ করবে, যা EICMA 2023-এ দেখানো হয়েছিল। এর মধ্যে শক্তিশালী মোটর, নতুন কালারওয়ে এবং ডাউনফোর্স জেনারেটিং উইংস থাকতে পারে। বাকি অংশ যেমন চ্যাসিস, সাসপেনশন, ব্রেকগুলি F77-এর মতোই হতে পারে। এই আল্ট্রাভায়োলেট F77-এর দাম ৩.৮০ লক্ষ থেকে ৪.৫৫ লক্ষ টাকার মধ্যে। নতুন বাইকটির দাম কিছুটা বেশি হতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর চন্দ্রযান-৩ উৎক্ষেপণের সাফল্য উদযাপন করে আল্ট্রাভায়োলেট F77 স্পেস সংস্করণ লঞ্চ করেছিল। ৫.৬০ লক্ষ টাকা দামের এই বাইকের ১০ ইউনিট ৯০ সেকেন্ডের মধ্যে বিক্রি হয়ে গেছিল। আল্ট্রাভায়োলেট F77 ২.৯ সেকেন্ডে ০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে পারে এবং একবার চার্জে ৩০৭ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে। এবার নতুন বাইক বাজারে কতটা সাড়া ফেলে তা দেখার অপেক্ষায় থাকতে হবে।

Related Articles

Back to top button