নতুন বছরে Sony লঞ্চ করছে Sony Xperia 1V 5G, একবার চার্জ করলে চলবে ৩ দিন
নতুন বছরে নিজেদের পুরোনো গৌরব ফিরে পেতে নতুন ফোন লঞ্চ করছে Sony
আজকালকার দিনে প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভারতের বুকে একাধিক কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। ভারতীয় বাজারে Sony একসময় স্যামসাঙ, আইফোন এবং অন্যান্য ফোন নির্মাতাদের টেক্কা দিত। কিন্তু গত কয়েক বছর ধরে তাদের অবস্থান ক্রমশ দুর্বল হতে থাকে। একসময় যে ফোনগুলি বাজারে রাজত্ব করত, সেগুলি এখন বাজেট রেঞ্জেও কেউ কেনার কথা ভাবেন না। তবে নতুন বছরে নিজেদের পুরোনো গৌরব ফিরে পেতে প্রস্তুত Sony কোম্পানি।
আসলে সম্প্রতি Sony তাদের নতুন ফোন Sony Xperia 1V 5G দিয়ে বাজারে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছে। এই ফোনটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা এবং ব্যাটারি। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। এই প্রসেসরটি বর্তমানে বাজারের সবচেয়ে শক্তিশালী প্রসেসরগুলির মধ্যে একটি। ফোনটিতে রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। ফোনের ব্যাটারিও বেশ শক্তিশালী। ফোনটিতে রয়েছে ৮০০০ mah ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে ফোনটি এক চার্জে দুই থেকে তিন দিন চলবে।
এই ফোনের ক্যামেরা হল এর অন্যতম আকর্ষণ। ফোনটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ক্যামেরাগুলি দিয়ে যেকোনো ধরনের ছবি এবং ভিডিও তোলা যাবে। Sony Xperia 1V 5G এর দাম প্রায় ১৪-১৫ হাজার টাকা। এই দামে এই ফোনটিতে যা কিছু দেওয়া হয়েছে, তাতে এটি একটি চমৎকার অফার। ফোনটি বাজারে আসার পর কতটা সাফল্য পাবে, তা এখনই বলা মুশকিল। তবে সনির এই ফোনটি বাজারে সেরাদের সেরা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।