MG Hector এর জনপ্রিয়তা কমাতে বাজারে এল Kia কোম্পানির এই গাড়িটি, জেনে নিন কবে হবে লঞ্চ
ভারতের বাজারে এই গাড়িটি এখন বেশ জনপ্রিয়তা পাচ্ছে
৫ সিটার ফ্যামিলি কার এখন ভারতে বেশ জনপ্রিয় হয়েছে। প্রতিটি কোম্পানি ভারতের বাজারে তাদের নতুন নতুন ফ্যামিলি কার নিয়ে আসছেন এই মুহূর্তে। সম্প্রতি ভারতের গাড়ি নির্মাতার বাজারে একটি নতুন কোম্পানি Kia তাদের নতুন গাড়ি নিয়ে ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে যার নাম দেওয়া হয়েছে Sportage। এই গাড়িটিতে আপনি পাচ্ছেন ১৯৯৯ সিসি শক্তিশালী ইঞ্জিন যা এই গাড়িটিকে অত্যন্ত আধুনিক করে তুলতে চলেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই গাড়িটির বেশ কিছু ছবি এবং তার দাম ও ফিচার প্রকাশিত হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই নতুন গাড়ির ব্যাপারে বিস্তারিত।
কোম্পানি এই গাড়িতে টাচ স্ক্রিন ইনফোটাইনমেন্ট সিস্টেম দিতে চলেছে। এর সাথেই রয়েছে বড় বড় টায়ার। এই গাড়িতে আপনারা যে ইঞ্জিনটি পাচ্ছেন সেটি ১৮১ bhp শক্তি এবং ১৯২ nm সর্বাধিক টর্ক তৈরি করতে পারে। এই গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন দুর্দান্ত ব্রেকিং সিস্টেম এবং ছয়টি এয়ার ব্যাগ। এছাড়াও এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি দুর্দান্ত সান রুফ। কোম্পানি এখনো পর্যন্ত এই গাড়ির দাম সম্পর্কে কোন অফিসিয়াল তথ্য না জানালেও মোটামুটি ২৫ লক্ষ টাকা দামে এই গাড়িটি ভারতের বাজারে আসতে পারে।
কিয়া কোম্পানির গাড়ি মূলত একটু দামি গাড়ি হয়। যেহেতু এটা ভারতের কোম্পানির নয়, তাই এই গাড়ি সব দিক থেকেই আপনাকে অনেক আধুনিক ফিচার দেবে যা আপনি ভারতীয় গাড়িতে সাধারণত দেখতে পান না। Hyundai কোম্পানির Alacazar এবং MG কোম্পানির এমজি হেক্টর গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করবে এই নতুন গাড়িটি। তাহলে ধরে নেওয়া যেতে পারে এই দুটি গাড়িতে যেরকম স্পেসিফিকেশন রয়েছে তার সঙ্গে যথেষ্ট ভাবে টক্কর দেবে কিয়া কোম্পানির নতুন এই গাড়িটি। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ ঘোষণা না করা হলেও ২০২৪ সালের জুলাই মাসে ভারতে এই গাড়িটি চালু হতে পারে বলে মনে করা হচ্ছে।