মারুতি সুজুকির এই গাড়িটির চাহিদা সবচেয়ে বেশি, দারুণ ফিচার সহ অসাধারণ মাইলেজ দেয়, দাম জানুন এখনই
Maruti suzuki-র এই গাড়িটি ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে সকলের মধ্যে
এই মুহূর্তে ভারতের সবথেকে বড় গাড়ি নির্মাতা কোম্পানি হলো মারুতি সুজুকি এবং কিছুদিন আগেই তারা নিজেদের দুটি নতুন গাড়ি ভারতীয় বাজারে লঞ্চ করে দিয়েছে। সারা দেশের মানুষ এই দুটি গাড়িকে অত্যন্ত পছন্দ করছেন এবং সকলেই এই দুটি গাড়ি কেনার পরিকল্পনা করে ফেলেছেন। এই দুটি গাড়িতে আপনারা পেয়ে যাবেন দারুণ দারুণ কিছু ফিচার এবং তার মধ্যেই আপনারা পাবেন ভারতীয় বাজারের জন্য পারফেক্ট কিছু স্পেসিফিকেশন। এই দুটি গাড়ির নাম দেওয়া হয়েছে মারুতি সুজুকি ব্রেজ্জা এবং গ্র্যান্ড ভিটারা ২০২২। এই দুটি গাড়ির মার্কেটে দারুন ডিমান্ড রয়েছে এবং জানিয়ে রাখি এই দুটি গাড়ি দারুন দারুন কিছু ফিচার নিয়ে বর্তমানে বাজারে চলে এসেছে।
আপনাদের জানিয়ে রাখি maruti suzuki grand vitara গাড়িটি এই মুহূর্তে প্রি বুকিং এর জন্য এভেলেবেল রয়েছে।গত ১১ জুলাই থেকে এই গাড়ির প্রি-বুকিং শুরু হয়েছে এবং ২৫ দিনের মধ্যেই এই গাড়ির প্রী বুকিং ২৯,০০০ এর গণ্ডি অতিক্রম করে গিয়েছিল। এই প্রত্যেকটি গাড়ি প্রতিদিন ১০০০ ইউনিট করে বিক্রি হচ্ছে। সব থেকে বড় বিষয়টা হল, এই গাড়ির স্ট্রং হাইব্রিড ভেরিয়েন্ট এর জন্য ৪৮ শতাংশ বুকিং হয়েছে এবং মাইল্ড হাইব্রিড এর জন্য বুকিং হয়েছে ৫২ শতাংশ।
নতুন এই গাড়িটিতে আপনারা এসইওপি গাড়ির সমস্ত ফিচার পেয়ে যাবেন এবং এর পোর্টফোলিওতে বেশ কিছু মজবুত এসইওভি ভেরিয়েন্ট রয়েছে। আদতে প্রয়েটার আর্বান ক্রুজার হাইরাইডার গাড়ির মতো দেখতে তৈরি করা হয়েছে এই গাড়িটিকে এবং এই গাড়িতে এসইউভির পাশাপাশি স্ট্রং হাইব্রিড ইঞ্জিন দেওয়া হয়েছে। এই গাড়িতে দুটি ইঞ্জিনের অপশন আপনারা পেয়ে যাবেন।
এই গাড়িতে আপনারা পাচ্ছেন ১.৫ লিটারের একটি পেট্রোল ইঞ্জিন এবং ১.৫ লিটারের একটি মাইল্ড হাইব্রিড পেট্রোল ইঞ্জিন এর বিকল্প। এই গাড়িতে আপনারা পাবেন ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স এবং ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। এছাড়াও ম্যানুয়াল ভেরিয়েন্টে থাকবে এ ডব্লিউ ডি সিস্টেম।