Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘খুব কঠিন ছিল এই লড়াই” জানালেন কালিয়াগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী

Updated :  Thursday, November 28, 2019 12:28 PM

অরূপ মাহাত: পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রে উপনির্বাচনের ভোট গননা চলছে আজ। ইতিমধ্যে ফল ঘোষণা হয়েছে কালিয়াগঞ্জে। সেখানে বিজেপির হাত থেকে কার্যত জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে নিকটতম বিজেপি প্রার্থীকে ২৩০৪ ভোটে হারিয়ে সংবাদমাধ্যমে মুখ খুললেন তিনি। জানালেন, ‘খুব কঠিন ছিল লড়াই। গত লোকসভা ভোটের নিরিখে ৫৭ হাজার ভোটে পিছিয়ে ছিলাম আমরা। সেখান থেকে শুরু এই জয় কঠিন ছিল।’

সাধারণ কর্মীদের উদ্দেশ্যে এই জয় উৎসর্গ করে কালিয়াগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী এদিন বলেন, ‘সবাই খুব খেটেছে। আমাকে জেতানোর জন্য জান লড়িয়ে দিয়েছেন গ্রাম থেকে ব্লক, জেলা সমস্ত স্তরের কর্মীরা।’ এই কেন্দ্রের লড়াই যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা স্পষ্ট হয়ে যায় তপন বাবুর কথায়, ‘আমার সমর্থনে দিনের পর দিন উত্তরবঙ্গ ও রাজ্যের নেতারা এখানে এসেছেন। মন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রা এসে কর্মীদের মাটি লড়াই করার উৎসাহ দিয়ে গেছেন।’ কঠিন লড়াইয়ের মধ্যে দিয়েই একদা কংগ্রেসের গড়, বিজেপির নিরাপদ কেন্দ্রে এই প্রথমবারের জন্য ঘাসফুল ফোটালেন তপন দেব সিংহ।