একটি টেস্ট অথবা ২ টি ওয়ান্ডে ম্যাচের জন্য নির্বাসিত হতে পারেন বিরাট কোহলি এমন টাই মনে করা হচ্ছে। কারণ আইসিসির খেলোয়াড়ী আচরণ নিরীক্ষণ কমিটি প্রণীত “কোড অফ কনডাক্ট” অনুযায়ী একটি খেলোয়াড় নির্দিষ্ট সময়সীমার মধ্যে ৪ টি নেগেটিভ পয়েন্ট পেলে তাকে নির্বাসিত হতে হবে ১ টি টেস্ট অথবা ২ টি ওয়ান্ডের জন্য।
বিরাট কোহলি ৩ টি পয়েন্টে দাঁড়িয়ে আছে তাই আসন্ন ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত বিরাট যদি কারোর সাথে অপেশাদারি আচরণ করেন তাহলে তাকে শাস্তি পেতে হতে পারে। গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ব্যুরেন হেন্ড্রিক্স কে রান নেওয়ার সময় ইচ্ছে করে ধাক্কা দেন বিরাট যার ফলে বিরাট এর খাতায় একটি নেগেটিভ পয়েন্ট যুক্ত হয়।
এর আগেও বিশ্বকাপ চলাকালীন একটি ম্যাচে ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৮ সালের একটি ম্যাচে খারাপ আচরণের জন্য বিরাটের পয়েন্ট বেড়ে গিয়েছে। সুতরাং এই কয়েকটি মাস মাঠের ২২ গজে নিজের আচরণের প্রতি সংযত থাকতে হবে ভারতীয় অধিনায়ক কে।














