এই সমস্ত Iphone পেতে চলেছে নতুন IOS আপডেট
এই সমস্ত Iphone গুলি পাবে IOS আপডেট, জেনে নিন কোনগুলি
সোমবার শুরু হয়েছে Apple-এর বার্ষিক ডেভেলপার কনফারেন্স WWDC 2021। প্রথম দিনেই সব Apple ডিভাইসের সফ্টওয়্যার আপডেটের নতুন ফিচারগুলি জানিয়েছে কুপার্টিনোর কোম্পানিটি। WWDC 2021 অনুষ্ঠান থেকে সম্প্রচারিত বার্তায় ঘোষিত হয়েছে Apple নতুন আপডেট আনতে চলেছে চলতি বছরে। নয়া আপডেট ios 15 একগুচ্ছ iPhone য়ে পৌঁছাবে বলে খবর। আপাতত iOS 15-এর ডেভেলপার বিটা ভার্সন প্রকাশ করবে Apple। যদিও সব iPhone য়ে এই আপডেট পৌঁছাবে না। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে আরও একাধিক iPhoneয়ে আপডেট পৌঁছানোর কথা রয়েছে।
যে যে iPhone মডেলে আপডেট আসবে তা হল, iPhone 12, iPhone 12 Mini, iPhone 12 Pro, iPhone 12 Pro Max, iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max, iPhone XS, iPhone XS Max, iPhone XR, iPhone X, iPhone 8, iPhone 8 Plus, iPhone 7, iPhone 7 Plus, iPhone 6S, iPhone 6S Plus, iPhone SE (প্রথম ও দ্বিতীয় জেনারেশন) ও iPod Touchয়ে।
বেশ কিছু নতুন ফিচার নিয়ে আসছে ios 15। ভিডিও কলের সময় আওয়াজ পরিস্কার রাখার জন্য FaceTime য়ে যোগ হচ্ছে Spatila Audio। এছাড়া ভিডিও কলিংয়ের সময় পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার হওয়ার অপশন যোগ করা হচ্ছে। পাশাপাশি AirPlay ও যোগ হচ্ছে যার মাধ্যমে ভিডিওকলিংয়ের সময়েই স্ক্রিণশেয়ার করে সিনেমা অথবা সিরিজ দেখানো যাবে।
FaceTimeয়ের মতোই একাধিক ফিচার ঢালা হয়েছে নোটিফিকেশন প্যানেলেও। নতুন ফিচারে আপনি কোন নোটিফিকেশন আগে দেখতে চান, তা বুঝে অটোমেটিক্যালি উপরে দেখানো হবে। এছাড়াও Apple Maps, Weather-সহ বিভিন্ন অ্যাপে বেশ কিছু নতুন পরিবর্তন আসতে চলেছে।
কীভাবে আপডেট করবেন?
ফোনের Settings ওপেন করে General ট্যাবে Software Update সিলেক্ট করে iOS 15 ইনস্টল করতে হবে। চলতি বছরের শেষেই OTA আপডেটের মাধ্যমে iOS 15 পাঠাবে Apple। যদিও স্টেবেল ভার্সন ইনস্টল করার জন্য এখনও কয়েক মাস অপেক্ষা করতে হবে গ্রাহকদের।