Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Tata, Hyundai- কে হারিয়ে ভারতে বিক্রির তালিকায় এক নম্বরে মারুতির এই গাড়িটি, কম দামে দেবে দারুন মাইলেজ

Updated :  Wednesday, May 10, 2023 12:11 PM

মারুতি সুজুকি কোম্পানির ফ্যামিলি হ্যাচ ব্যাক গাড়ি maruti suzuki WagonR গত মাসে অর্থাৎ এপ্রিল ২০২৩-এ সব থেকে বেশি বিক্রিত গাড়ি হয়ে উঠেছে দেশের মধ্যে। এই মাসে এই গাড়ির বিক্রি অনেকটা কমলেও, এখনো পর্যন্ত ভারতে এই গাড়িটি সবথেকে জনপ্রিয় গাড়ি রয়েছে। নিজের সেগমেন্টের অন্যান্য গাড়ি যেমন Tata Nexon ও Hyundai Creta-কে পরাজিত করতে সক্ষম হয়েছে WagonR। তার পাশাপাশি, ভারতের একটা সময়ের সব থেকে জনপ্রিয় গাড়ি টাটা পাঞ্চকেও হারিয়ে দিতে পেরেছে WagonR। গত ফেব্রুয়ারি মাসে ২০,৮৭৯ ইউনিট বিক্রি হয়েছে এই গাড়িটির। কয়েক মাস ধরে মারুতি সুজুকি বলেনো এবং সুইফটের মতো গাড়ির আধিপত্য থাকলেও, এবারে সবাইকে হারিয়ে এক নম্বর স্থানে চলে এসেছে WagonR। চলুন দেখে নেওয়া যাক গত মাসের সেরা কয়েকটি গাড়ির ব্যাপারে।

গত মাসে Maruti WagonR বিক্রি হয়েছে?

গত মাসে অর্থাৎ এপ্রিল ২০২৩-এ, ২০,৮৭৯ জন গ্রাহক Maruti Suzuki WagonR কিনেছিলেন। যেখানে গত বছরের এপ্রিল মাসে বিক্রি হয়েছিল মাত্র ১৭,৭৬৬ ইউনিট। গত বছরের এপ্রিলের তুলনায় চলতি বছরের এপ্রিলে WagonR বিক্রি প্রায় ২০ শতাংশ বেড়েছে।

দুই নম্বরে রয়েছে Maruti Suzuki Swift

গত মাসে দ্বিতীয় সেরা বিক্রি হওয়া গাড়ি ছিল Swift। এই গাড়িটি ১৮,৫১৭ জন কিনেছিলেন। গত বছরের এপ্রিলের তুলনায় চলতি বছরের এপ্রিলে সুইফটের বিক্রি অনেকটাই বেড়েছে। গত মাসে তৃতীয় সেরা বিক্রি হওয়া গাড়িটি ছিল Maruti Suzuki Baleno, যেটি ১৬,১৮০ জন গ্রাহক কিনেছিলেন।

টাটা নেক্সন চার নম্বরে পৌঁছেছে

টাটা নেক্সন সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়ির তালিকায় চার নম্বরে। Tata Nexon গত মাসে ১৫,০০২ জন গ্রাহক কিনেছিলেন। পাঁচ নম্বরে রয়েছে Hyundai Creta, যা ২০২৩ সালের এপ্রিল মাসে ১৪,১৮৬ জন গ্রাহক কিনেছিলেন।

Maruti Suzuki WagonR: মূল্য এবং মাইলেজ

Maruti Suzuki WagonR-এর প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য ৫.৫৪ লক্ষ টাকা এবং এর শীর্ষ ভেরিয়েন্টের দাম ৭.৪২ লক্ষ টাকা৷ WagonR মাইলেজ ২৫.১৯ kmpl। তাই কম দামে এই গাড়িটি ভালো মাইলেজ এবং ভালো স্পেসিফিকেশন অফার করতে পারে।