KTM-র সমস্ত বাইককে হার মানিয়ে দেবে ইয়ামাহার এই নতুন বাইক, দেখুন সমস্ত ফিচার ও দাম
এই নতুন বাইকটি ভারতের বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে
ভারতের বাজারে স্পোর্টস বাইক বলতে সবার আগে মানুষের মাথায় আসে কেটিএম বাইকের কথা। এই কোম্পানির প্রত্যেকটি বাইক ভারতের বাজারে অত্যন্ত জনপ্রিয়। তবে কেটিএম ছাড়াও সব থেকে জনপ্রিয় কয়েকটি ব্র্যান্ডের মধ্যে একটি হলো yamaha। এই ব্র্যান্ডের প্রত্যেকটি বাইক কেটিএম বাইক এর সঙ্গে টেক্কা দিতে পারে। সম্প্রতি এই কোম্পানির একটি নতুন বাইক ভারতের বাজারে লঞ্চ করেছে, যেটি কেটিএম এর অন্যান্য বাইককেও হার মানিয়ে দেবে। আশ্চর্যজনক বৈশিষ্ট্যের সাথেই এই বাইকের ইঞ্জিনটি নতুন রিয়েল ড্রাইভিং এমিশন নিয়ম অনুসারে তৈরি করা হয়েছে। এই বাইকে বেশ কিছু এমন বিশেষত্ব রয়েছে যা আপনি আগে কোন বাইকে দেখতে পাননি। চলুন এই বাইকের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ইয়ামাহা কোম্পানির এই বাইকটি হলো MT-15। এই বাইকে আপনারা ১৫৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন পেয়ে যাবেন। এই ইঞ্জিনটি আদতে ৪ স্ট্রোক, ৪ ভালভ ইঞ্জিন যা আপনাকে ১০,০০০ আরপিএম গতিতে ১৮ বি এইচ পি শক্তি দিতে পারে। অন্যদিকে ৭৫০০ আর পি এম গতিতে ১৪.১ নিউটন মিটার পিক টর্ক উৎপাদন করে। এই বাইকটি আদতে শুধুমাত্র রেসিং বাইকের জন্য পরিচিত। রাস্তায় ৫৬ কিলোমিটারের উপরে মাইলেজ দিতে পারে এই বাইকটি।
এই বাইকে আপনারা এবিএস সিস্টেম দেখতে পেয়ে যাবেন যার ফলে এই বাইকটি অত্যন্ত সুরক্ষিত থাকবে রাস্তায়। এই বাইকে আরো বেশি নিরাপত্তা বৈশিষ্ট্য আপনার জন্য থাকতে চলেছে। এই বাইকের আগের মডেল এই সমস্ত বৈশিষ্ট্য উপলব্ধ ছিল না। তবে নতুন মডেল এই সমস্ত বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে। বর্তমানে এই বাইকটি ২.০ ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এর সাথে আসছে। এই বাইকের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলতে গেলে আপনি এই বাইকে পেয়ে যাবেন ইন্সট্রুমেন্ট কনসোল। এছাড়াও ব্লুটুথ সংযোগ কল সতর্কতা ইমেইল এবং এসএমএস সতর্কতা রয়েছে এই বাইকে। অন্যান্য বৈশিষ্ট্যের সাথেই এই সমস্ত বৈশিষ্ট্য গুলিকে আপডেট করা হয়েছে।
এছাড়াও টার্ন বাই টার্ন নেভিগেশন এর জন্য একটি ভালো ফিচার। এই বাইকের দাম সম্পর্কে কথা বলতে গেলে, এই বাইকটি ভারতের বাজারে ১,৬৮,৪০০ টাকায় আপনি পাচ্ছেন। এই বাইকে আপনি এলইডি ইন্ডিকেটর পেয়ে যাবেন। এই মোটরসাইকেলটি এই সেগমেন্টের অন্যান্য মোটরসাইকেল এর মতোই সমস্ত ফিচার পেয়ে যাবে। এছাড়াও আপনি এই বাইকে অনেকগুলি রংয়ের বিকল্প দেখতে পারেন। এর মধ্যে রয়েছে আইস ফ্লু ভারমিলিয়ন, সায়ান স্ট্রোম, মেটালিক ব্ল্যাক এবং রেসিং ব্লু।