টেক বার্তা

ঘরে Pulse Oximeter নেই? রক্তের অক্সিজেনের পরিমাণ বলে দেবে বাংলায় তৈরি এই অ্যাপ

কলকাতায় তৈরি এই অ্যাপ বলে দেবে রক্তের অক্সিজেনের অবস্থা

Advertisement
Advertisement

করোনা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পালস অক্সিমিটার। প্রতি ক্ষণ প্রয়োজন হচ্ছে দেহে অক্সিজেনের পরিস্থিতি মাপার। আর সেই কাজেই সাহায্য করছে ছোট এই যন্ত্র। তবে এমন অবস্থায় পালস অক্সিমিটার কেনা মানে ২০০০ টাকা খরচ। আবার অন্যদিকে তা আসল না নকল সেই চিন্তাও রয়েই যায়। এমন অবস্থায় কোম্পানির এক নতুন স্টার্ট আপ কোম্পানির পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে এমন এক অ্যাপ যার দ্বারা অক্সিজেনের পরিমাণ মাপা সম্ভব।

Advertisement
Advertisement

CarePli Vital নামের এক কোম্পানির পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে এই অ্যাপ। তবে কেবল তাই নয়, অক্সিজেনের পরিমাণ ছাড়াও এই অ্যাপের মাধ্যমে মাপা যাবে পালস রেট। স্মার্টফোন ব্যবহার করে রক্তে অক্সিজেনের পরিমাণ মাপার জন্য ক্যামেরার নীচে আঙুল রাখতে হবে। এর পরেই ফোনের ক্যামেরার ফ্ল্যাশলাইট অন হয়ে যাবে এবং রক্তে থাকা অক্সিজেনের অবস্থা মাপা সম্ভব হবে। এই অ্যাপে ব্যবহার করা হয়েছে PPG প্রযুক্তি।

Advertisement

কীভাব অ্যাপটি ব্যবহার করে রক্তের অক্সিজেন মাপা যাবে?

এর উত্তরে সুব্রত পাল বলেন,”আমরা কাজ করছি স্মার্টফোনের ফ্ল্যাশ লাইট এবং ক্যামেরা ব্যবহারের মাধ্যমে। সমস্ত পালস অক্সিমিটার এবং ফিটনেস ব্যান্ডে থাকে এক ইনফ্রারেড লাইট। স্মার্টফোনের ফ্ল্যাশলাইটের মাধ্যমে সেই কাজই করছে এই অ্যাপ। ৪০ সেকেন্ড ক্যামেরা এবং লাইটের সামনে আঙুল রেখে দিতে হবে। আর তাতেই মাপা যাবে অক্সিজেনের পরিমাণ এবং পালস রেট।”

Advertisement
Advertisement

এইবার প্রশ্ন উঠেছে, পালস অক্সিমিটার যন্ত্রের মাধ্যমে যা করা সম্ভব তা কি একটি অ্যাপের মাধ্যমে করা যাবে? তার উত্তরে কোম্পানির সহ প্রতিষ্ঠাতা মনসিজ সেনগুপ্ত বলেন,” ইতিমধ্যেই ১২০০ জনের ওপর ব্যবহার করা হয়েছে এই অ্যাপ। তাদের মধ্যে ৯৬% সময়ে এটি সঠিক হার্ট বিট এবং ৯৮% সময়ে সঠিক অক্সিজেনের মাত্রা বলতে সক্ষম হয়েছে।”

Related Articles

Back to top button