‘বদলা এখনও সম্পূর্ণ নয়’, নিউজিল্যান্ডকে হারিয়ে ধোনির স্মরণে এইভাবে উদযাপন করলেন ভক্তরা

চলমানরত বিশ্বকাপে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে চলতি বিশ্বকাপে টানা ১০ ম্যাচে জয় লাভ করে বিশ্ব ক্রিকেটে অনন্য রেকর্ডসহ ফাইনালে প্রবেশ করেছে ব্লু-বাহিনী। গতকাল…

Avatar

চলমানরত বিশ্বকাপে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে চলতি বিশ্বকাপে টানা ১০ ম্যাচে জয় লাভ করে বিশ্ব ক্রিকেটে অনন্য রেকর্ডসহ ফাইনালে প্রবেশ করেছে ব্লু-বাহিনী। গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে লজ্জা জনক ভাবে হারিয়ে ১৯শে নভেম্বর ফাইনাল ম্যাচ খেলা নিশ্চিত করেছে ভারতীয় দল। আর নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়লাভের পর উৎসবে মেতেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

২০১৯ সালের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া। এদিন নিউজিল্যান্ডকে ৭০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করার পর ভারতীয় ক্রিকেটপ্রেমীরা একের পর এক টুইট শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তারা ২০১৯ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের দৃশ্য তুলে ধরছেন। পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির ছবি শেয়ার করে লিখছেন, “সেমিফাইনালের বদলা সেমিফাইনালে”।

গতকাল যদি সম্পূর্ণ ম্যাচের কথা বলি, তবে ব্যক্তিগত ৪৭ রানে রোহিত শর্মার প্রত্যাবর্তনের সাথে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রান মেশিন বিরাট কোহলি। তবে ৭৯ রানে রিটায়েড হার্ড হয়ে সাজঘরে প্রত্যাবর্তন করেন শুভমান গিল। এরপর বিরাট কোহলির সাথে ১০৫ রানের লম্বা ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। অন্যদিকে, রান মেশিন বিরাট কোহলি ব্যক্তিগত ১১৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। পাশাপাশি বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৫০ সেঞ্চুরি করার রেকর্ড স্পর্শ করেছেন বিরাট কোহলি। শেষ মুহূর্তে ২০ বলে কে এল রাহুলের অপরাজিত ৩৯ রানের ইনিংসের সুবাদে ভারতীয় দল ৩৯৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

৩৯৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে প্রথমেই বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড। ওপেনিং জুটি হারিয়ে রীতিমতো বিপদে পড়ে সেমিফাইনালিস্ট এই দলটি। তবে অধিনায়ক কেন উইলিয়ামসন (৬৯) এবং ড্যারিয়েল মিচেলের (১৩৪) লম্বা ইনিংসের সুবাদে খেলায় প্রত্যাবর্তন করে নিউজিল্যান্ড। তবে ভারতীয় বোলার মোহাম্মদ সামির বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটিং লাইন-আপ। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড সবকটি উইকেট হারিয়ে ৩২৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এর পরিপ্রেক্ষিতে ৭০ রানের বিশাল ব্যবধানে সেমিফাইনালে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।