করোনা ভাইরাসের জেরে বন্ধ হয়েছে একাধিক লীগ। এবার এর প্রভাব পড়তে পারে আইপিএল-এ। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আইপিএল বন্ধ হবে না বলেছেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে আবেদন জমা দিয়েছেন আইনজীবী বেনজিগর।
বেনজিগর বুধবার সকালে আদালতে আবেদন করেছেন। তিনি বলেছেন যে এই ভাইরাসের থেকে বাঁচতে ইতালিয়ান সিরিজের একাধিক ম্যাচ বাতিল করা হয়েছে। ৩ রা এপ্রিল পর্যন্ত কোনো দর্শকদের মাঠে ঢোকার নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি সরকার। শ্যুটিং বিশ্বকাপ ও বন্ধ হয়েছে। বিসিসিআই যদি আইপিএল বন্ধের কোনো ব্যবস্থা না নেয় তাহলে আদালতকেই ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেছেন যে এই ভাইরাসের কোনো ওষুধ নেই। যখন বিদেশি পর্যটকদের ক্ষেত্রে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সেখানে আইপিএল-এ কিভাবে বিদেশিরা আসতে পারেন? তাহলে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তাই এই আইপিএল বন্ধ করুক আদালত।
আরও পড়ুন : ভারতসেরা মোহনবাগান, আইজলকে হারিয়ে আই-লিগ চ্যাম্পিয়ন সবুজ-মেরুন
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন যে কোনোভাবেই এই টুর্নামেন্ট বন্ধ করা যাবে না। মাঠে দর্শক আসার ক্ষেত্রে ও কোনো বিধিনিষেধ থাকবে না বলে তিনি জানিয়েছেন। যা যা সতর্কতামূলক ব্যবস্থার দরকার তা বোর্ড নেবে। এই টুর্নামেন্ট বন্ধ না হবার কারণ হিসাবে তিনি বলেছেন এর সাথে একাধিক সংস্থা যুক্ত থাকে, অনেকদিন ধরে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়। এখন এই টুর্নামেন্ট বন্ধ করলে অনেক আর্থিক ক্ষতি হবে। এখন আদালত কোন সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।