T20 World Cup: টি-২০ বিশ্বকাপে ভারতের ঘোষিত এই ৫ ক্রিকেটারকে নিয়ে বড় চিন্তা, জানুন কী হল
কিছু দিন আগেই আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। খাতায় কলমে দল মোটের ওপর মন্দ হয়নি। তবে ক্রিকেটার বাছাই নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়ে গিয়েছে। গত বছর ফাইনাল ম্যাচে গিয়ে ওডিআই বিশ্বকাপ জিততে পারেনি টিম ইন্ডিয়া। একই ভুল টি২০ বিশ্বকাপে আর করতে চাইবেন না রোহিত শর্মারা। কুড়ি বিশের বিশ্বকাপ হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। দুই দেশ যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে রয়েছে।
প্রতিযোগিতা জেতার ব্যাপারে অন্যতম ফেভারিট দল ভারত। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ শেষ হওয়ার পরেই শুরু হবে টি২০ ওয়ার্ল্ড কাপ। মাঝে এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে। তার আগে কয়েকজন ক্রিকেটার চিন্তার কারণ বৃদ্ধি হয়ে উঠেছেন। অন্তত তিনজন ক্রিকেটারের ফর্ম উদ্বেগ বাড়িয়েছে ক্রিকেট প্রেমীদের একাংশের মধ্যে।
রোহিত শর্মা এবারেও ভারতকে নেতৃত্ব প্রদান করবেন। সেই তাঁকে নিয়েই রয়েছে চিন্তার মেঘ। চলতি আইপিএলে মোট ১৩টি ম্যাচে ওপেন করে রোহিত শর্মা করেছেন মাত্র ৩৪৯ রান। শেষ ৬ ম্যাচে আশানুরূপভাবে রান পাননি তিনি।
হার্দিক পান্ডিয়ার কথাও বলতে হবে এই তালিকায়। মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান ক্যাপ্টেন ব্যাটে বলে সব দিক থেকেই এবার নিজের চেনা ফর্মের আশেপাশে নেই। এখনও পর্যন্ত ১৩ ম্যাচে ১৮-র কিছু বেশি গড়ে ২০০ রান করেছেন হার্দিক।
আন্তর্জাতিক টি২০ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদবকে কেন্দ্র করেও চিন্তার মেঘ রয়েছে। ছোট কাটিয়ে মাঠে ফেরার পর থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ধারাবাহিকভাবে খেলতে পারেননি। এবার আইপিএলের এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৩৪৫ রান করেছেন তিনি।