দূর্গাপুজার পর শীতের আমেজে ছিল রাজ্যবাসী। বৃষ্টি না হওয়ায় মূলত শীতের আবহাওয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু এই মনোরম আবহাওয়ায় খারাপ খবর দিল আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ঘূর্নাবর্তের সৃষ্টি হয়েছে। দক্ষিণ ভারত থেকে ওড়িশা পর্যন্ত নিম্নচাপের কারণে উত্তর পূর্ব মৌসুমী বায়ু সক্রিয়। এর প্রভাব পড়তে চলেছে রাজ্যেও।
জানা যাচ্ছে আগামী ৪৮ ঘন্টায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া মৌসম। বিশেষ করে হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, নদিয়ায় ভারী থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।