Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

“এ রাজ্যে মায়ের থেকে মাসির দরদ বেশি, তৃণমূল বিজেপির গটাপ গেম চলছে”,- মোহাম্মদ সেলিম

Updated :  Thursday, November 26, 2020 11:34 PM

দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল এদিন বাম সংগঠন গুলি। এদিনের ধর্মঘটে মানুষের ব্যাপক সাড়া মিলেছে। এই নিয়ে বাম নেতা মোহাম্মদ সেলিম বললেন, আজকের ধর্মঘটে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। লাঠিচার্জ, গ্রেফতার হয়েছে। আজকের ধর্মঘটের ছাত্র-যুব সহ সকলের অংশগ্রহণ করেছে।

তারা আরও অভিযোগ, আজকের বনধ বানচাল করতে বিজেপি-তৃণমূল একসাথে যোগসাজশ করেছিল। সেলিম আরো বলেছেন,” এদিন কেন্দ্রের বিরুদ্ধে ধর্মঘট ছিল। বিজেপির তরফ থেকে আজ নাটুকেপনা দেখা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের জননীতির বিরুদ্ধে এই ধর্মঘট আমরা ডেকেছিলাম।

তবে এদিন বিজেপি ও তৃণমূলের গটাপ গেম দেখা গিয়েছে। মোহাম্মদ সেলিম কটাক্ষ করে বলেছেন,” এরাজ্যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি।” কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট ছিল, আর সেখানে রাজ্য পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে।

সেলিম আরো অভিযোগ করেছেন,”আজ বিজেপি ইভেন্ট ম্যানেজমেন্ট করেছিল। মাঝেরহাট ব্রিজ, ডালখোলা ব্রিজ নিয়ে মানুষ তিতিবিরক্ত। সকলেই এই ব্রীজ গুলো নিয়ে অত্যন্ত ভুগছে। কোন রেল ব্রিজের কাজ হচ্ছে না। এটা শুধুমাত্র তামাশা করে। আজ কোন আন্দোলন করেনি বিজেপি। হাজার হাজার মানুষ তাদের দাবি নিয়ে রাস্তায় এসেছিল। ইচ্ছা করে নকল যুদ্ধ করা হচ্ছে তৃণমূল ও বিজেপির মধ্যে। নকল যুদ্ধ করছেন কল্যাণ এবং রাজ্যপাল।”