Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শতাব্দীকে দলে থাকার পুরস্কার দিল শাসকদল, পেলেন তৃণমূলের রাজ্য কমিটির সহ-সভাপতির পদ

Updated :  Sunday, January 17, 2021 3:05 PM

বিতর্কিত ফেসবুক পোস্ট নিয়ে জল্পনা-কল্পনার পর অবশেষে শতাব্দী রায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশেই আছেন। তিনি তৃণমূল ছেড়ে যাবেন না। এরপর তার দলের প্রতি আনুগত্য থাকার পুরস্কার দিল শাসক দল। এবার বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে (Shatabdi Roy) তৃণমূল রাজ্য কমিটির সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করা হল। পাশাপাশি একই পদে দায়িত্ব পাচ্ছেন মোয়াজ্জেম হোসেন ও শংকর চক্রবর্তী। আজ অর্থাৎ রবিবার তৃণমূলের রাজ্য কমিটিতে সভাপতি হিসেবে তিনজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে আজ অর্থাৎ রবিবার শতাব্দী রায় বলেছেন, “আমি নতুন দায়িত্ব পেয়ে খুবই খুশি। আমি দলের একটা কর্মী হিসেবে যে কাজটা করে এসেছি এবং করছি সেটাকে স্বীকৃতি দেওয়া হল। আমি আগামী দিনে আরও কাজ করতে চাই।” সেইসাথে তিনি দলের শীর্ষ নেতৃত্ব যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। তিনি জানিয়ে দিয়েছেন, “এবার থেকে আমি সক্রিয়ভাবে রাজনীতি করতে পারব এবং করতে চাই।” এছাড়াও তিনি জানিয়েছেন, “লোকজনেরা বলে দলকে বললে কোন কাজ হয়না। ঠিক তেমনটা নয়। আমি দলের নেতাদের সাথে কথা বললাম এবং ওরা বুঝে সমস্যার সমাধান করলো। এটা সবার বোঝা উচিত নিজে দলে সমস্যার কথা বললে তার সমাধান হয়।”

প্রসঙ্গত, দুদিন আগে বিতর্কিত ফেসবুক পোস্টের ২৪ ঘন্টার মধ্যে তৃণমূল নেতা কুণাল ঘোষের সাথে শতাব্দি রায়তৃণমূলের ক্যামাক স্ট্রীট ভবনে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সাথে বৈঠক করে। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করার পর শতাব্দী রায় বলেছিলেন, “আমার যা সমস্যা ছিল সেগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি। উনি বলেছেন সেগুলোর সমাধান হবে। আমি আপাতত কাল দিল্লি যাচ্ছি না।” সেইসাথে এদিন সাংসদ বলেছেন এখন সকলকে মমতা বন্দোপাধ্যায়ের পাশে থাকা উচিত। তিনি আরো বলেছেন, “দলের অন্দরে সমস্যা হয়েছে তা অন্দরেই মিটবে।” এছাড়াও পরে তিনি ফেসবুক পোস্ট করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবে।