নিউজরাজ্য

বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযোগ তৃণমূলের দিকে

Advertisement

কেশপুর: ফের উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরকেশপুর এলাকা। বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটেছে সেখানে। অভিযোগের তির তৃণমূলের দিকে। রবিবার রাতে কেশপুরের আনন্দপুর থানার অন্তর্গত রাজারভাঙা গ্রামে ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

এলাকাবাসীরা অভিযোগ করেছে যে, স্থানীয় তৃণমুল বুথ সভাপতি শেখ নাসিরের নেতৃত্বে এক দল তৃণমূল কর্মী বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। রাতভর চলে এই বোমাবাজি। জেলার বিজেপি সহ-সভাপতি শিবু পাণিগ্রাহী অভিযোগ করেছেন যে, কয়েকদিন আগে হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সভায় ভিড় দেখে ভয় পেয়ে তৃণমূল-কংগ্রেস এই কান্ড ঘটিয়েছে। যদিও এই বোমাবাজির ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবুও ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের সৃষ্টি হয়েছে সকলের মধ্যে।

যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল-কংগ্রেস। কেশপুরের তৃণমূল নেতা মহম্মদ রফিক পাল্টা দাবি করে বলেছেন, ‘বিজেপি একটা নাটুকে দল। ফাঁকা জায়গায় নিজেরাই বোমা ফেলে সকলের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে এবং আমাদের ওপর অভিযোগ করছে।’ এভাবেই কার্যত কেশপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ আরও একবার প্রকাশ্যে এসেছে, তা বলাই যায়।

Related Articles

Back to top button