গতকাল রাতেই বাংলায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকে তিনি পূর্ব মেদিনীপুরে সভা করবেন। তবে আজকের অমিত শাহের জনসভায় রাজনৈতিক দিক থেকে যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলা বাহুল্য। একুশে নির্বাচনের আগে ক্রমশই দল ভাঙছে তৃণমূলের। একের পর এক বিধায়ক পদত্যাগ করছেন। আজ সূত্র মারফত জানা গিয়েছে, অমিত শাহের সভায় যোগদান করতে আসছেন কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। এছাড়াও একইসাথে বিজেপিতে যোগদান করবেন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। নির্বাচনের আগে শুধুমাত্র যে তৃণমূলের ঘর ভাঙছে এমন নয় কংগ্রেসের ঘর ভাঙ্গা শুরু হল।
গতকাল রাত্রে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা সৌগত রায় দাবি করেছিলেন, “দল থেকে কালনা তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু পদত্যাগ করবেন না। এখন তিনি দলেই থাকবে।” তবে কাল রাত্রে সৌগত রায়ের কথার কোন জবাব দেয়নি বিশ্বজিৎ কুণ্ডু। আজকে কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর ঘনিষ্ঠ মহল মারফত জানা গিয়েছে, সৌগত রায় বিশ্বজিৎ কুন্ডুকে কোন ফোন করেনি। সৌগত রায় মিথ্যা কথা বলছে। তাদের দাবি, তৃণমূল কংগ্রেস দলটাই মিথ্যায় ভরে গিয়েছে। শাসকদল মিথ্যাচারের রাজনীতি খেলা শুরু করেছে। আর সেই রাগেই দল ছাড়বেন বিশ্বজিৎ কুণ্ডু। তিনি আজ অমিত শাহের সভাতে গিয়ে বিজেপিতে যোগদান করবেন।
অন্যদিকে তৃণমূলের পাশাপাশি দলে ভাঙন শুরু হয়েছে কংগ্রেসেরও। আজকে অমিত শাহের সভাতে গিয়ে বিজেপিতে যোগদান করতে পারেন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। কিছুদিন আগেই সুদীপ মুখোপাধ্যায়কে শুভেন্দু অধিকারীর সাথে দেখা গিয়েছিল। শুভেন্দু অধিকারী বিধানসভায় তার বিধায়ক পদত্যাগপত্র জমা দিতে এসেছিল তখন সাথে এসেছিল সুদীপ মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই বাংলায় চলে এসেছেন। তিনি কলকাতায় স্বামী বিবেকানন্দর বাড়িতে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এরপর তিনি কলকাতা বিমানবন্দর থেকে সোজা হেলিকপ্টারে করে মেদিনীপুরে পৌঁছে যাবেন। সেখানে গিয়ে দুপুরে এক কৃষক বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন। আর তারপরই মেদিনীপুর কলেজে করবেন সভা। আজকের অমিত শাহের মেদিনীপুর সভা নিয়ে বঙ্গ রাজনীতিতে উত্তেজনা টানটান। কোন দল থেকে কোন বিধায়ক আজ বিজেপিতে যোগ দেয়, সেটাই দেখার।