নিউজপলিটিক্সরাজ্য

নির্বাচনে টিকিট পাওয়ার আগে টিকা নিলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী

বারাসাত সদর হাসপাতাল থেকে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty) করোনার টিকা নিয়েছেন

Advertisement

গত বছরের মার্চ মাস থেকে করোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবে জীবন অতিষ্ঠ হয়ে আছে গোটা বিশ্ববাসীর। তবে চলতি বছরের শুরুতে ভ্যাকসিন আসার ফলে অনেকটাই স্বস্তিতে মানুষে। মার্চ মাসের শুরু থেকে এবার বাংলায় দ্বিতীয় দফার করোনা টিকাকরণ শুরু হয়ে গেছে। এই টিকাকরণ দফায় সাধারণ মানুষ কো উইন অ্যাপের মাধ্যমে নিজের নাম রেজিস্টার করে টিকা নিতে পারবেন। এবার সেই টিকা নিলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। টিকা নিতে গিয়ে তিনি বলেছেন, “সামনে ভোট, তাই টিকাটা নিয়ে রাখলাম।”

কিছুদিন আগে চিরঞ্জিত বঙ্গ রাজনীতিতে জল্পনার সৃষ্টি করেছিল যে তিনি হইতো রাজনীতি ছেড়ে দেবেন। কিন্তু আজ তিনি করোনা টিকা নিয়ে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি আজ টিকা নিয়ে বলেছেন, সামনে ভোট আসছে। তাই আমি টিকাটা নিয়ে রাখলম। এই কথা দ্বারা স্পষ্ট যে তার এখন রাজনীতি ছাড়া কোনো পরিকল্পনা নেই। এছাড়াও তিনি আজ বলেছেন, “ভোট ঘোষণা হয়ে গেছে তবে এখনও আমি টিকিট পায়নি। তবে টিকিট হয়তো পেয়ে যাব। তাই আগে থাকতে আমি টিকাটা নিয়ে রাখলাম। ভবিষ্যতে অনেক মানুষের সাথে একসাথে দেখা করতে হতে পারে। এদের নিরাপত্তার কথা ভেবে আমি তড়িঘড়ি টিকা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী রাজনীতি থেকে চিরবিদায় নেবেন বলে শোনা যাচ্ছিল। এই জল্পনা আরও প্রকট হয় যখন তিনি দলবদলে আবহে নেতৃত্বে অব্যাহতি চেয়েছিলেন। তখন সবাই এক প্রকার ভেবে নিয়েছিল যে এবার চিরঞ্জিত চক্রবর্তী হয়তো তৃণমূল ছেড়ে দেবেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন। কিন্তু সেই সমস্ত জল্পনা উড়িয়ে আজ চিরঞ্জিত চক্রবর্তী বারাসাত সদর হাসপাতালে করোনার প্রতিষেধক নিয়েছেন। তার সাথে ভ্যাকসিন মধ্যমগ্রামে তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। তিনি টিকা নিয়ে জানিয়েছেন, “বিধায়ক ও জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাছে দৃষ্টান্ত তৈরি করার জন্য এই টিকা নিয়েছি আমি।”

Related Articles

Back to top button