Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sayani Ghosh: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে তলব ইডির

Updated :  Wednesday, June 28, 2023 10:25 AM

ইডি (ED) র তলব সায়নীর ঘরে। কুন্তলের পর তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষকে তলব করল ইডি (Ed Summon Sayani Ghosh)। ইতিমধ্যেই তাকে নোটিস পাঠানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, আগামী শুক্রবার, অর্থাৎ, ৩০ শে জুন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন সায়নী।

কেন সায়নী? সূত্রের খবর অনুযায়ী, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছে। অবশ্য, এখনও পর্যন্ত সায়নী ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ব্যাপারে। গত, মঙ্গলবারেই ইডির তরফ থেকে নোটিস পান সায়নী। শুক্রবার সম্ভবত তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হতে পারে।

উল্লেখ্য, কুন্তল ঘোষের সম্পত্তি কেনা বেচার সূত্র ধরে আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। এরপরেই ইডি’র তলব পান সায়নী ঘোষ। যদিও, এই প্রসঙ্গে সায়নী আগেই বলেছিলেন, কুন্তলকে তিনি চেনেন না তেমনটা নয়। তবে তা সম্পূর্ণ রাজনৈতিক ভাবে।’ এদিকে, একাধিক ছবিতে কুন্তলকে দেখা গিয়েছে সায়নীর সঙ্গে। এতে করেই সন্দেহের তালিকায় আসেন সায়নী। এই প্রসঙ্গে সায়নী সংবাদমাধ্যমে জানান, “প্রচুর ছবিতে আমার সঙ্গে ওঁকে দেখা গিয়েছে, সেটাও আমার অজানা নয়। তবে আমাদের প্রত্যেকদিনই প্রচুর মানুষের সঙ্গে দেখা করতে হয়। অনেকেই এসে আমার সঙ্গে ছবি তোলেন। ব্যক্তিগতভাবে সবাইকে চেনা সম্ভব নয়। তবে কুন্তল আমাদের যুব সংগঠনে রয়েছেন। তাই ওঁকে আমি চিনি।”

কিছুদিন আগে দুর্নীতি মামলায় বনি সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করার সময় জানা যায়, গাড়ি কেনার জন্য বনিকে টাকা দেন কুন্তল। ২০১৭ সালে গাড়ি কেনার জন্য টাকা নেন বনি। যদিও বনি সেনগুপ্ত জানান যে কাজের পারিশ্রমিক বাবদ ওই গাড়ির টাকা নেন তিনি। এমনকি ২০২১ গাড়িটি বিক্রিও করে দেন তিনি। বনি সেনগুপ্তর পাশাপাশি এবারে ইডির নজরে এসেছেন সায়নী। ইতিমধ্যে, গোয়েন্দাদের হাতে এসেছে কুন্তল-সায়নীর বেশ কিছু চ্যাট। এর জেরেই সায়নী ঘোষকে তলব করে ইডি। আগামী শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন সায়নী।