এবারে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হল শিশির অধিকারী (Sisir Adhikary) কে। শুভেন্দুর (Suvendu Adhikary) বিজেপিতে যোগদানের পর থেকেই তার বাবা শিশির অধিকারীর বিরুদ্ধে কড়া হতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। এবারে তাকে অপসারিত করা হলো। এর আগে কাঁথি পরিষদ থেকে সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikary) সরানো হয়েছিল। তার ঠিক পরে, তিনি যুক্ত হয়েছিলেন বিজেপিতে। এবারে ডিডিএস থেকে থেকে সরিয়ে দেওয়া হলো বর্ষিয়ান তৃণমূল নেতা শিশির অধিকারী কে। সেই জায়গায় নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন আর এক তৃণমূল নেতা অখিল গিরি (Akhil Giri)।
অখিল গিরি বলেছেন, শেষ কয়েক মাস ধরে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের কোন কাজ করছিলেন না শিশির অধিকারী। তাকে কোন বৈঠকেও দেখা যেত না। এই কারণেই তাঁকে সরিয়ে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। তবে এখানে কোন ব্যক্তিগত আক্রোশ থেকে কাউকে সরিয়ে দেওয়া হয়নি বলে অখিল গিরির দাবি। যদিও রাজনৈতিক মহল এই দাবি মানতে নারাজ। অনেকের মতামত, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর থেকেই অধিকারী পরিবারের উপরে কড়া মনোভাব পোষণ করতে শুরু করে তৃণমূল কংগ্রেস।
কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর কনিষ্ঠ ভ্রাতা সৌমেন্দু অধিকারী কে তার বরাদ্দ পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার ঠিক পরেই দাদার হাত ধরে সৌমেন্দু যোগদান করেন বিজেপি তে। শুভেন্দুর বিজেপি যোগদানের পর থেকে শিশির অধিকারীর মুখে প্রায় কুলুপ এঁটে ছিল। মনে হচ্ছিল, দলের সঙ্গে তার মনোমালিন্য চলছে। এবারে দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের বরাদ্দ পদ থেকে শিশির অধিকারীকে সরিয়ে দিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করল তৃণমূল কংগ্রেস। যদিও এই নিয়ে শিশির অধিকারীর থেকে এখনও কোনও মন্তব্য আমরা জানতে পারিনি।